পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পৌর নির্বাচনে মসৃণ পথে আসন সমঝোতা চায় বাম ও কংগ্রেস - পৌরসভা নির্বাচন

কলকাতা পৌরনিগমে বামেরা 80টি আসনে লড়তে চায় ৷ বাকি 64 টি আসন তারা কংগ্রেসকে ছেড়ে দেওয়ার কথাই বলেছে ।

municipality election
বাম-কংগ্রেস জোট

By

Published : Feb 12, 2020, 5:54 PM IST

কলকাতা, 12 ফেব্রুয়ারি : সামনে পৌর নির্বাচন ৷ কলকাতা পৌর নিগমে বামেরা 80 টি আসনে এবং কংগ্রেস 64 টি আসনে প্রার্থী দিতে চায় ৷ এই নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে আলিমুদ্দিনে স্ট্রিটে ৷

শুধু মাত্র কলকাতা পৌর নিগম নয়, পৌর নির্বাচনে রাজ্যজুড়ে জোট বেঁধে লড়তে চায় বাম-কংগ্রেস ৷ এনিয়ে জেলাস্তরেও নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিয়েছে একদা যুযুধান দুই শিবির ৷

মসৃণ পথে আসন সমঝোতা চায় বাম এবং কংগ্রেস

কলকাতা পৌরনিগমে বামেরা 80টি আসনে লড়তে চায় ৷ বাকি 64 টি আসন তারা কংগ্রেসকে ছেড়ে দেওয়ার কথাই বলেছে । কেবলমাত্র শরিক দল নয় । বাম সহযোগী অন্যান্য দলের সঙ্গেও আসন বন্টন নিয়ে কথা হবে ৷ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বামফ্রন্ট ইতিমধ্যেই PDS, CPIML-এর সঙ্গে কথা বলেছে । যদিও SUCI থাকবে কি না সে বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি । আসন সমঝোতার ক্ষেত্রে অনেকটাই নমনীয় রাজ্য বামফ্রন্ট । কংগ্রেস যদি 64 টি আসনে সন্তুষ্ট না হয় প্রয়োজনে আরও কিছু আসন ছেড়ে দেওয়ার পক্ষপাতী রাজ্য বামফ্রন্ট । এক কথায় বাম-কংগ্রেস সম্পর্ক যাতে তিক্ততায় না পৌঁছায় সেদিকে নজর রেখেছে বামফ্রন্ট নেতৃত্ব । একইভাবে সম্পর্কের সরলতা বজায় রাখতে চায় প্রদেশ কংগ্রেস ।

ABOUT THE AUTHOR

...view details