কলকাতা, 18 জানুয়ারি : কলকাতা পৌরনিগমের অধিবেশনের শুরুতেই CAA ও NRC-র বিরোধিতায় সরব বাম কাউন্সিলররা । মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত CAA-NRC প্রতিবাদে আন্দোলন, বিক্ষোভ করছেন । তৃণমূলের ছাত্রসংগঠনের ধরনা মঞ্চে CAA প্রতিবাদে বক্তব্য রেখেছেন । কিন্তু দু'মাস ধরে কলকাতা পৌরনিগমের অধিবেশনে CAA, NRC নিয়ে প্রতিবাদ করতে গেলেই বাধা দেওয়া হচ্ছে ৷ অভিযোগ বাম কাউন্সিলরদের । আজ CAA-র প্রতিবাদে জ়িরো আওয়ারে প্রস্তাব আনা হলে সেই প্রস্তাব খারিজ করে দেয় পৌরনিগমের চেয়ারপার্সন মালা রায় ।
অথচ CAA নিয়ে এলাকার মানুষকে কী কী কাগজ দেখাতে হবে সেটা জানতে চেয়ে মেয়রের কাছে প্রস্তাব রাখেন তৃণমূল কাউন্সিলর রত্না সুর ৷ সেই প্রস্তাব গ্রহণ করেন চেয়ারপার্সন । এরপরই তৃণমূল কংগ্রেস ও BJP-র গোপন আঁতাতের অভিযোগ তুলে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বাম কাউন্সিলররা । বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রস্তাবের কাগজ ছিঁড়ে পৌর অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বাম কাউন্সিলররা । এরপরই মালা রায়ের ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা । বামেরা প্রশ্ন তুলেছেন, যখন মুখ্যমন্ত্রী CAA, NRC-র বিরোধিতা করছেন তখন কী করে সেই দলের কাউন্সিলর এই ধরনের প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন পৌরনিগমের অধিবেশনে ।