কলকাতা, 3 জানুয়ারি: ফের বড়সড় রদবদলের সিদ্ধান্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিষয়ে নোটিস জারি করল নবান্ন। দায়িত্ব দেওয়ার একদিনের মধ্যেই সরিয়ে দেওয়া হল কলকাতার সদ্য নিযুক্ত যুগ্ম কমিশনার স্পেশাল টাস্কফোর্স ভি সোলেমান নিশাকুমারকে। পাশাপাশি সদ্য গঠিত জঙ্গিপুরের পুলিশ সুপারের পদে পাঠিয়েও অভিষেক গুপ্তাকে পুনরায় আগের পদে ফিরিয়ে আনা হল ।
মুর্শিদাবাদ জেলাকে ভেঙে নতুন এক পুলিশ জেলা তৈরি হয় দিন কয়েক আগেই। সেই দায়িত্ব দেওয়া হয়েছিল আসানসোল-দুর্গাপুরের জোন 1(ইস্ট)-এর DC অভিষেক গুপ্তাকে। কিন্তু আজ সেই নোটিফিকেশন বাতিল করেছে রাজ্য সরকার। অভিষেককে ফিরিয়ে আনা হয়েছে নিজের পুরনো পদেই। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার পদে নিয়ে যাওয়া হচ্ছে হাওড়া কমিশনের জোন1-এর DC ওয়াই রঘুবংশীকে। এদিকে গতকাল কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন ভি সোলেমান নিশাকুমার। তাঁকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, যতদিন পর্যন্ত পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার পদে কাউকে পাঠানো না হচ্ছে, ততদিন পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। কলকাতা পুলিশে যোগ দেওয়ার পরেই তিনি তমলুক ফিরে যান।