পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনা সন্দেহে মৃত ব্যক্তির শেষকৃত্য COVID-19 নির্দেশিকা মেনে - Covid-19 latest updates

SSKM হাসপাতাল থেকে ওই রোগীকে গতকাল এম আর বাঙুর হাসপাতালে রেফার করা হয় । রোগীর জ্বর, শ্বাসকষ্টের সমস্যা ছিল । COVID-19-এ সংক্রমণ সন্দেহে তাঁকে এম আর বাঙুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয় । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আজ সকাল আটটা 10 মিনিট নাগাদ ওই রোগীর মৃত্যু হয় ।

covid 19
covid 19

By

Published : Apr 1, 2020, 5:25 PM IST

কলকাতা, 1 এপ্রিল : মৃত ব্যক্তি কোরোনা ভাইরাস ডিজ়িজ় (COVID-19)-এ আক্রান্ত ছিলেন কি না, তা জানা সম্ভব হল না । তবে, তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে COVID-19-এর প্রোটোকল অনুযায়ী । আজ সকালে ওই রোগীর মৃত্যু হয়েছে এম আর বাঙু্র হাসপাতালে ।

SSKM হাসপাতাল থেকে ওই রোগীকে গতকাল এম আর বাঙুর হাসপাতালে রেফার করা হয় । রোগীর জ্বর, শ্বাসকষ্টের সমস্যা ছিল । COVID-19-এ সংক্রমণ সন্দেহে তাঁকে এম আর বাঙুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয় । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আজ সকাল আটটা 10 মিনিট নাগাদ ওই রোগীর মৃত্যু হয় । 54 বছর বয়সি মৃত ওই ব‍্যক্তি হাওড়ার বাসিন্দা ছিলেন । আজ COVID-19-এ আক্রান্ত সন্দেহে এই রোগীকে ভরতি করা হয়েছিল । তবে ওই রোগী COVID-19-এ আক্রান্ত ছিল কি না, তা জানার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা যায়নি । কারণ, ওই রোগীর নমুনা সংগ্রহের আগেই তাঁর মৃত্যু হয়েছে ।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ওই রোগীকে COVID-19-এ আক্রান্ত হিসাবে সন্দেহ করা হয়েছিল । সেক্ষেত্রে কী করণীয় ওই রোগীর মৃতদেহের কী হবে, তা স্বাস্থ্য দপ্তরের কাছে তা জানতে চেয়েছিল হাসপাতালে কর্তৃপক্ষ । স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, কোনও COVID-19 আক্রান্তের মৃত্যু হলে, যেভাবে তাঁর দেহের শেষকৃত্য সম্পন্ন করা হয়, সেই প্রোটোকল মেনে এম আর বাঙুর হাসপাতালে COVID-19-এ আক্রান্ত সন্দেহে মৃত ওই ব্যক্তির দেহের শেষকৃত্য সম্পন্ন হবে । অর্থাৎ, পরিবারকে দেওয়া হবে না এই মৃতদেহ । শেষকৃত্য সম্পন্ন করবে প্রশাসন । প্রোটোকল অনুযায়ী, এমনভাবে শেষকৃত্য সম্পন্ন করতে করতে হবে, যাতে কোনও মতেই মৃতদেহ থেকে সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, মৃতদেহের এভাবে শেষকৃত্য সম্পন্ন করার বিষয়ে পরিবারের সদস্যরাও সহমত। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির পরিবারের কারও ক্ষেত্রে এখনও পর্যন্ত COVID-19-এর সংক্রমণ বা কোনও উপসর্গ দেখা দেয়নি । তবে, তাঁদের কোয়ারান্টাইনে রাখা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details