পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অত্রি-সহ রাজ্যের বেশ কয়েকজন আমলার কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী ! - Chief Minister

আতঙ্ক এবং আশঙ্কায় রয়েছেন রাজ্যের বেশ কিছু আমলা । কারণ, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বিশেষ নির্দেশিকা জারি করে আরও কয়েকজন অফিসারকে বদলি করেছেন । তাঁদের মধ্যে কেউ কেউ ছিলেন অর্থ দপ্তর, সংখ্যালঘু, অনগ্রসর শ্রেণি কল্যাণ, পার্বত্য বিষয়ক-সহ নানা দপ্তরের আধিকারিক ।

WB

By

Published : Nov 2, 2019, 11:28 PM IST

Updated : Nov 2, 2019, 11:34 PM IST

কলকাতা, 2 নভেম্বর : অত্রি ভট্টাচার্য তথ্য-সংস্কৃতি দপ্তরের প্রধান সচিব ছিলেন দীর্ঘদিন । ইদানীং তাঁর কাজে মোটেই খুশি ছিলেন না মুখ্যমন্ত্রী । অভিযোগ, অনেক ক্ষেত্রে নিজের সীমা অতিক্রম করে হস্তক্ষেপ করতেন অন্য দপ্তরের কাজে ।

স্বরাষ্ট্রসচিবের পদে বেশ কিছুদিন কাজ করেছেন অত্রি । তথ্য-সংস্কৃতি দপ্তরের সচিব থাকাকালীন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিতেন । সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তাঁকে অঘোষিত অতিরিক্ত দায়িত্ব দিয়ে রেখেছিলেন । একজন আমলা রাজ্যের প্রতি যতটা দায়বদ্ধতা থাকার কথা, তেমন দেখা যাচ্ছিল না বলে অভিযোগ । হয়তো অতিরিক্ত দায়িত্ব পালনই চরম ক্ষতি ডেকে আনল অত্রি ভট্টাচার্যর, মনে করেছেন অনেকে ।

পর্যটন দপ্তরের দায়িত্ব দিয়ে অত্রি ভট্টাচার্যকে পাঠানো হয় । সেখানেও দপ্তরের সমস্যা তৈরি হওয়ায় তুলনামূলক গুরুত্বহীন ক্রেতা সুরক্ষা দপ্তরের সচিব পদে বদলি করা হয় তাঁকে । মুখ্যমন্ত্রী নিজের দপ্তর তথ্য-সংস্কৃতির সচিব পদে যখন অত্রি ভট্টাচার্য ছিলেন বা তারপরে যখন রাজ্যের স্বরাষ্ট্রসচিব হয়েছিলেন তিনি, তখনও তাঁর বিরুদ্ধে বিভিন্ন সূত্রের মাধ্যমে একাধিক অভিযোগ জমা পড়েছিল মুখ্যমন্ত্রী সচিবালয়ে । একজন দক্ষ আমলার যা করা উচিত সে কাজ তিনি পালন করেননি বলে অভিযোগ করছেন রাজ্যের শীর্ষস্তরের একাধিক আমলার ।

সারদা চিটফান্ড মামলাতেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অত্রি ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছে । চিটফান্ডের পরিচালনায় কোন কোন সংবাদমাধ্যম চলত, এবং সেই সব সংবাদমাধ্যমে অত্রি ভট্টাচার্যের কী ভূমিকা ছিল, তা জানার জন্য একাধিকবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা অত্রি ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে । অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে, শীর্ষ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অত্রি ভট্টাচার্য নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের পথে গিয়েছিলেন বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী ।

এখন পর্যটন দপ্তরের প্রধান সচিব হয়েছেন নন্দিনী চক্রবর্তী । অত্রি ভট্টাচার্যের ঘনঘন বদলির বিষয়টি নিয়ে আশঙ্কার মেঘ দেখছেন রাজ্যের প্রায় 22 জন আমলা । পুজোর ছুটি শেষ । সোমবার থেকে পুরোদমে শুরু হচ্ছে সরকারি অফিস । আতঙ্ক এবং আশঙ্কায় রয়েছেন রাজ্যের বেশ কিছু আমলা । কারণ, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বিশেষ নির্দেশিকা জারি করে আরও কয়েকজন অফিসারকে বদলি করেছেন । তাঁদের মধ্যে কেউ কেউ ছিলেন অর্থ দপ্তর, সংখ্যালঘু, অনগ্রসর শ্রেণি কল্যাণ, পার্বত্য বিষয়ক-সহ নানা দপ্তরের আধিকারিক ।

Last Updated : Nov 2, 2019, 11:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details