কলকাতা, 21 জানুয়ারি : নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী প্রস্তাব আনতে চলেছেন । আজ এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন," বিল আনা আর রাস্তায় হাঁটা ছাড়া মুখ্যমন্ত্রীর আর কোনও কাজ নেই ।"
উত্তরবঙ্গ সফরে যাওয়ার সময় সোমবার মুখ্যমন্ত্রী CAA-র বিরুদ্ধে নতুন করে লড়াই শুরু করার আভাস দেন । উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই আইনের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনার আবেদন রাখেন তিনি । এমনকী, পশ্চিমবঙ্গ বিধানসভাতেও এই বিষয়ে প্রস্তাব আনার কথা বলেন মমতা । মমতার এই উদ্যোগকে আজ কড়া ভাষায় সমালোচনা করেন BJP-র রাজ্য সভাপতি । দিলীপ বলেন, CAA এখন সংবিধানে পরিণত হয়েছে । মুখ্য়মন্ত্রী বিল আনলেও এই আইন পালটাবে না । "NRC-র বিরুদ্ধে সারা দেশে আন্দোলন গড়ে তুলতে গিয়ে মমতা একা পড়ে গিয়েছেন বলেও মন্তব্য দিলীপের ৷