পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সুব্রত, অরূপ ও মলয়ের কাজে অসন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রীর - মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক সংক্রান্ত খবর

আজ নবান্নর কনফারেন্স হলে মন্ত্রী-সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সূত্রের খবর, তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীর উপরে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ তাঁরা হলেন রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটক ৷

প্রতীকী ছবি

By

Published : Nov 14, 2019, 11:21 PM IST

কলকাতা, 14 নভেম্বর : নবান্ন কনফারেন্স রুমে প্রশাসনিক বৈঠকে আজ রাজ্যের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীর উপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর । এই তিনজন হলেন, রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটক । তাঁদের কাজ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

আজ নবান্নর সভাঘরে মন্ত্রী-সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী । সম্প্রতি বুলবুল ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠকে বেশিরভাগ সময় আলোচনা হয় । পরিস্থিতির কীভাবে মোকাবিলা করা যাবে সেই কৌশল নিয়ে আলোচনা হয় । পাশাপাশি দপ্তরগুলির কাজ নিয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী । এই আলোচনা চলাকালীন কয়েকটি দপ্তরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি ।

মুখ্যমন্ত্রী জানতে পারেন কার্শিয়াঙে একটি সার্কিট হাউজ় রয়েছে । কিন্তু তাও সেখানে আরও একটি সার্কিট হাউজ় তৈরি করার জন্য দরপত্র ডেকেছে পূর্ত দপ্তর । সূত্রের খবর, বিষয়টি নিয়ে বৈঠকেই মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েন অরূপ বিশ্বাস । এমন কাজ করা যাবে না বলে মন্ত্রীকে সাফ জানিয়ে দেন তিনি । পাশাপাশি রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও রেয়াত করেননি মুখ্যমন্ত্রী । পঞ্চায়েত দপ্তরের গ্রিভান্স সেলে প্রচুর অভিযোগ জমে থাকার প্রসঙ্গ তোলেন তিনি । মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েন আইনমন্ত্রী মলয় ঘটকও । মুখ্যমন্ত্রী বৈঠকে আইনমন্ত্রীকে প্রশ্ন করেন, এত মামলা জমে রয়েছে কিভাবে? বিষয়টি দেখার কথা বলেন তিনি । ওয়াকিবহাল মহলের মতে, 2020 সালে রাজ্যে পৌরসভা নির্বাচন । 2021 সালে বিধানসভা ভোট । সার্বিক উন্নয়নের কাজ শেষ করার জন্য হাতে সময় অনেকটাই কম । কাজে গতি আনতেই মন্ত্রীদের উপরে চাপ তৈরি করছেন মুখ্যমন্ত্রী ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details