কলকাতা, 13 ডিসেম্বর : পরিবেশকে দূষণমুক্ত রাখতে ও গাড়ির ধোঁয়া থেকে দূষণ রুখতে কেন্দ্রীয় সরকার ভারত স্টেজে VI নিয়মাবলী আনছে । আগামী বছর এপ্রিলের আগেই আসতে চলেছে ভারত স্টেজ VI (BSVI) নিয়মাবলী । সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আগামী বছর 1 এপ্রিল থেকেই লাগু হবে এই নিয়ম । পরিবেশকে দূষণমুক্ত রাখতে ও গাড়ির ধোঁয়া থেকে দূষণ রুখতে কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।
সূত্রের খবর নতুন নিয়ম চালু হলে BSIV গাড়িগুলি আর রেজিস্ট্রেশন করা হবে না । শুধুমাত্র BSVI গাড়িগুলিই রেজিস্ট্রেশন হবে । অন্যদিকে গাড়িগুলিকে BSVI নিয়মের আওতায় আনতে হলে প্রয়োজন টেস্ট বেঞ্চের । অন্য মহানগরীগুলিতে টেস্ট বেঞ্চ চালু করার প্রস্তুতি শুরু হলেও পশ্চিমবঙ্গে শুরু করার এখনও তার এখনও কোনও লক্ষণ নেই ।
পরিবেশ প্রযুক্তিবিদ ও ভারত সরকারের পেটেন্ট প্রাপ্ত অন্তর দহন ইঞ্জিন (Internal Combustion Engine) বিশারদ সৌমেন্দ্র মোহন ঘোষ বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে BSVI-র জন্য টেস্ট বেঞ্চ থাকা বাধ্যতামূলক । কারণ একটি গাড়ি রেজিস্ট্রেশন হওয়ার আগে এই টেস্ট বেঞ্চে তুলে পরীক্ষা করতে হবে যে সেই গাড়িটি সত্যিই BSVI পর্যায়ের গাড়ি কি না।"