পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Cal HC on Sukanta-Suvendu : সুকান্ত-শুভেন্দুকে আটকানোর ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের - Cal HC on Sukanta Suvendu

নুপূর শর্মার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে হাওড়া জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছিল তা সরেজমিনে দেখার জন্য যেতে চাইলে পুলিশ 144 ধারা দেখিয়ে আটকে দেয় দুই বিরোধী নেতাকে (Calcutta High Court has summoned the State Report) ।

Cal HC on Sukanta-Suvendu News
Cal HC on Sukanta-Suvendu News

By

Published : Jun 27, 2022, 6:58 PM IST

কলকাতা, 27 জুন :হাওড়া জেলার পরিস্থিতি দেখতে যাওয়া সুকান্ত-শুভেন্দুকে আটকানোর ঘটনায় রাজ্যের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট । সোমবার বিচারপতি শম্পা সরকার রাজ্যকে চার সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন (Calcutta High Court has summoned the State Report) ।

এদিন শুনানিতে শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বলেন, "একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে 12 জুন রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছিল । পুলিশ দর্শকের মতো দাঁড়িয়ে ছিল । বিরোধী দলনেতা মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে তিনি হাওড়ায় একাই যাবেন । কিন্তু তাঁকে কোলাঘাটে আটকে দেওয়া হয় । একইভাবে বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদারও হাওড়ায় নিজেদের পার্টি অফিস পরিদর্শন করতে চেয়েছিলেন । কিন্তু তাঁকেও যেতে দেওয়া হয়নি ।"

রাজ্যের তরফে জানানো হয়, বক্তব্য জানানোর জন্য সময় দিতে হবে । পাশাপাশি মামলার প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন সরকারি কৌশলি অনির্বাণ রায় ।

আরও পড়ুন : শরীর ভালো নেই, পিএসি চেয়ারম্যানের পদে ইস্তফা মুকুলের

উল্লেখ্য, বিজেপি নেতা নুপূর শর্মার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে হাওড়া জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছিল তা সরেজমিনে দেখার জন্য যেতে চাইলে পুলিশ 144 ধারা দেখিয়ে আটকে দেয় দুই বিরোধী নেতাকে । ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে দাবি করে, পরদিনই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলের দুই অন্যতম নেতা ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details