বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির কাছে উদ্ধার সাফাইকর্মীর দেহ - কলকাতায় দেহ উদ্ধার
আজ সকালে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির কাছ উদ্ধার হল এক ব্যক্তির দেহ । ফুটপাথে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন কয়েকজন ।
কলকাতা, 17 জুন : বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির কাছে উদ্ধার হল এক ব্যক্তির দেহ । ফুটপাথে দেহটি পড়ে থাকতে দেখেন কয়েকজন । খবর দেওয়া হয় পুলিশে । কী কারণে ওই যুবকের মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে । দেহটি উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে ।
মৃত ব্যক্তির নাম লালচাঁদ হেলা (35) । স্থানীয় সূত্রে খবর পেয়ে কড়েয়া থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে । তিনি পৌরনিগমের সাফাই কর্মী । স্থানীয়রা জানিয়েছেন, গতরাত থেকেই ওই যুবককে পড়ে থাকতে দেখা গেছে । কিন্তু কেউ খোঁজ নেয়নি ।
তবে লালচাঁদ কোরোনায় আক্রান্ত হয়েছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।