কলকাতা, 10 মে : পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হলেন শুভেন্দু অধিকারী ৷ আজ বিজেপির তরফে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ শুভেন্দুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন ৷ বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই জল্পনা চলছিল বিরোধী দলনেতার পদ নিয়ে ৷ শুভেন্দু অধিকারী ছাড়াও মনোজ টিগ্গার নামও উঠে আসছিল ৷ তবে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিধানসভায় দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে নির্বাচিত করা হয়েছে ৷
আজ মুরলীধর সেন রোডের কার্যালয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনের জন্য বৈঠক শুরু হয় ৷ সেই বৈঠকে মুকুল রায়ের তরফে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করা হয় ৷ যে নামে বিজেপির প্রায় সব নেতাই সম্মতি জানান ৷ যার পরেই সর্বসম্মতভাবে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ শুভেন্দু অধিকারীর নাম রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করেন ৷
প্রসঙ্গত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বাছার দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ সেই মতো আজ বিজেপির পরিষদীয় দলের বৈঠক ডাকা হয় ৷ সেই বৈঠকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় শুভেন্দুর নাম প্রস্তাব করেন ৷ এ নিয়ে রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, বিজেপি বিধায়কদের সর্বসম্মতিতে শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে ৷