কলকাতা, 13 জুন: রাজ্যপালের তলবে মন্ত্রী বা কলকাতা পৌরনিগমের প্রশাসকের নমনীয় মনোভাব দেখানো উচিত ছিল। এমনই মনে করছে রাজ্যের প্রধান দুই বিরোধী দল বাম এবং কংগ্রেস। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং গড়িয়া শ্মশানে বেওয়ারিশ মৃতদেহ নিয়ে যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তা দেখে উদ্বিগ্ন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপাল এরপর রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিমকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন। তা নিয়ে চূড়ান্ত তরজা শুরু হওয়ায়, ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের দুই বিরোধী দলের নেতারা।
বামপরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বিরক্তির সুরে জানিয়েছেন, সিমেন্ট-বালির বস্তার মতো করে মৃতদেহ আঁকশি দিয়ে টেনে তোলা এবং নামানো হচ্ছে। এই দৃশ্য ভয়ঙ্কর। কার মৃতদেহ, বেওয়ারিশ মৃতদেহ হলে তার কেস নম্বর কত? কোরোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃত্যু গোপন করতেই কি সরকারের এহেন আচরণ, প্রশ্ন করেন সুজন চক্রবর্তী। তিনি বলেন," তর্কযুদ্ধ না করে, মাথা নিচু করে সরকার বা কলকাতা পৌরনিগম জানাক ১৩টি মৃতদেহ কাদের? তাদের পরিচয় কী। যেকোনো ব্যাপারে রাজ্যপালের সঙ্গে মন্ত্রীদের তর্ক খুব কটূ দেখতে লাগে। এসবে কোনো লাভ নেই। হয় স্পষ্ট করুক, নাহলে আইনের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে। এইভাবে দেহ লোপাট করার অর্থ কী? মৃতদেহগুলি যে কোরোনা ভাইরাসে আক্রান্ত নয় তার প্রমাণ কী? কে বিশ্বাস করবে এই সরকারকে? সরকার চলছে মানুষের জীবন এবং মৃতদেহ নিয়ে অসভ্যতা করে। সরকার বা কর্পোরেশন দ্রুত স্পর্শ করুক। তথ্য জানার অধিকার মানুষের রয়েছে।"