পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বাস্তবকে গানের মাধ্যমে প্রকাশের জন্য নচিদাকে ধন্যবাদ : লকেট - BJP

"কাটমানি" ইশুতে তৃণমূলনেত্রীকে কটাক্ষ করে গান বেঁধেছেন নচিকেতা । শিল্পীর এই গানের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন BJP সাংসদ লকেট চক্রবর্তী ।

লকেট চ্যাটার্জি

By

Published : Jun 22, 2019, 11:15 PM IST

Updated : Jun 22, 2019, 11:56 PM IST

কলকাতা, 22 জুন: নচিকেতাকে ধন্যবাদ । সাহস করে, মনে জোর রেখে গানের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ভালো লাগছে । "কাটমানি" ইশুতে নচিকেতার গান প্রসঙ্গে মন্তব্য করলেন BJP নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায় ।

সম্প্রতি দলের কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় "কাটমানি" ফেরত দেওয়ার নির্দেশ দেন । যা নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি । এই পরিস্থিতিতে "কাটমানি" ইশুতে তৃণমূলনেত্রীকে কটাক্ষ করে গান বেঁধেছেন নচিকেতা । শিল্পীর এই গানের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন BJP সাংসদ লকেট চক্রবর্তী । লকেট বলেন, " ধন্যবাদ জানাব ! সত্যিটাকে গানের মাধ্যমে প্রকাশ করার জন্য । যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, সেটা সবসময় ভালো লাগে । মানুষও তাঁদের সম্মান দেন । নচিদাকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা । মনে জোর রেখে, বুকে সাহস রেখে আজকে শাসকদলের সঙ্গে থেকেও তাদের অন্যায়গুলোকে মানুষের তাদের সামনে তুলে ধরেছেন গানের মাধ্যমে । "

ভিডিয়োয় শুনুন লকেটের বক্তব্য

পাশাপাশি লকেট বলেন, "বাবুলের গানের জন্য যেভাবে শাসকদল কমিশনের দ্বারস্থ হয়েছিল গানটি বন্ধ করার জন্য, নচিকেতার গান নিয়ে যেন সেরকম না হয় ।"

এই সংক্রান্ত আরও খবর পড়ুন : নচিকেতার গলায় "অ্যান্টিমমতা" সুর ! গান বাঁধলেন কাটমানি নিয়ে

অন্যদিকে, BJP নেতা রাহুল সিনহা বলেন, "এতদিন ওই শিল্পী ওদের (শাসক দল) মনমতো গান বানিয়েছেন । যদি এখন কাটমানি প্রসঙ্গে গান বানিয়ে বাস্তব চিত্র তুলে ধরেন, তাহলে শিল্পীর কিছু পাপ খণ্ডন হবে । "

Last Updated : Jun 22, 2019, 11:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details