কলকাতা, 19 জুলাই:প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ডিভিশন বেঞ্চে শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট (TET Recruitment Scam)৷ বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায়দান স্থগিত রেখেছে (Calcutta High Court)। এ দিনও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের তরফের আইনজীবী সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশের আর্জি জানিয়েছিলেন । কিন্তু বিচারপতি সুব্রত তালুকদার স্পষ্ট জানান, আপাতত কোনও স্থগিতাদেশ এই মামলায় ডিভিশন বেঞ্চ দিচ্ছে না । এ দিন সিবিআই মুখবন্ধ খামে নিয়োগ দুর্নীতি তদন্তের প্রাথমিক রিপোর্ট আদালতে পেশ করেছে ।
অন্যদিকে, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আইনজীবী লক্ষ্মী গুপ্ত জানান, তিনি শুধুমাত্র লিখিত নোটিশ জমা দিচ্ছেন । কোনও মৌখিক বক্তব্য আজ আর তিনি বলবেন না । এ ছাড়া সব পক্ষকে শুক্রবার 4.30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে তাঁদের বক্তব্যের লিখিত নোটিশ জমা দেওয়ার জন্য । তারপরে আর কোনও লিখিত বক্তব্য গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে । এরপরই মামলার রায়দান স্থগিত রাখার কথা জানান বিচারপতি সুব্রত তালুকদার ও লাপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ (Division bench does not stay single bench order)।