পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TET Case: প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা গ্রহণযোগ্য, রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টে - প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা

2014 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি (TET Case) সংক্রান্ত মামলা গ্রহণযোগ্য বলে নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Calcutta High Court dismisses West Bengal appeal)৷

TET case: Calcutta High Court dismisses West Bengal appeal
প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা গ্রহণযোগ্য, রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টে

By

Published : Jul 12, 2022, 12:37 PM IST

Updated : Jul 12, 2022, 8:59 PM IST

কলকাতা, 12 জুলাই:2014 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে (TET Case) শাসক দলের নেতা-মন্ত্রীরা টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন, এই অভিযোগ সংক্রান্ত মামলা গ্রহণযোগ্য বলে রায় দিল কলকাতা হাইকোর্ট ৷ তবে সব পক্ষকেই নিজেদের বক্তব্যের সপক্ষে আরও তথ্য প্রমাণ আদালতে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

রাজ্য মামলার শুরু থেকেই আবেদন জানিয়েছিল, এই মামলা যাতে গ্রহণযোগ্য না হয় । তবে সেই আবেদন খারিজ কররে দিয়েছে হাইকোর্ট । আদালতের নির্দেশ, 4 সপ্তাহের মধ্যে সব পক্ষকেই হলফনামা জমা দিতে হবে । এই মামলার পরবর্তী শুনানি 16 অগাস্ট (Calcutta High Court dismisses West Bengal appeal)।

তাপস ঘোষ নামে এক ব্যক্তি আদালতে মামলা করে দাবি করেছিলেন, রাজ্যের শাসক দলের একাধিক নেতা-মন্ত্রী টাকা নিয়ে নিজেদের কোটায় একাধিক ব্যক্তিকে চাকরি দিয়েছেন । এই মামলায় আগের দিনের শুনানিতে মামলাকারী বেশ কয়েকটি চিঠি আদালতে জমা দিয়েছিলেন ৷ সেই চিঠিতে দেখা গিয়েছে, রাজ্যের মন্ত্রী ও বিধায়করা নিজেদের লেটারহেডে নাম লিখে চাকরির জন্য সুপারিশ করেছেন ৷ রাজ্যের বর্তমান মন্ত্রী অখিল গিরি, হুগলির বলাগড়ের বিধায়ক অসীম মাঝি ও মুকুল রায়ের পুত্র তথা বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের লেটার হেডে করা সুপারিশ পত্র দেওয়া হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার রায়দান স্থগিত রেখেছিলেন ।

এই মামলার পরবর্তী শুনানি 16 অগাস্ট

আরও পড়ুন:প্রাথমিক শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

উল্লেখ্য, এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ 2014 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণ করার নির্দেশ দিয়েছিল । পাশাপাশি নিয়োগ দুর্নীতি খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত ।

Last Updated : Jul 12, 2022, 8:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details