কলকাতা, 12 জুলাই:2014 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে (TET Case) শাসক দলের নেতা-মন্ত্রীরা টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন, এই অভিযোগ সংক্রান্ত মামলা গ্রহণযোগ্য বলে রায় দিল কলকাতা হাইকোর্ট ৷ তবে সব পক্ষকেই নিজেদের বক্তব্যের সপক্ষে আরও তথ্য প্রমাণ আদালতে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।
রাজ্য মামলার শুরু থেকেই আবেদন জানিয়েছিল, এই মামলা যাতে গ্রহণযোগ্য না হয় । তবে সেই আবেদন খারিজ কররে দিয়েছে হাইকোর্ট । আদালতের নির্দেশ, 4 সপ্তাহের মধ্যে সব পক্ষকেই হলফনামা জমা দিতে হবে । এই মামলার পরবর্তী শুনানি 16 অগাস্ট (Calcutta High Court dismisses West Bengal appeal)।
তাপস ঘোষ নামে এক ব্যক্তি আদালতে মামলা করে দাবি করেছিলেন, রাজ্যের শাসক দলের একাধিক নেতা-মন্ত্রী টাকা নিয়ে নিজেদের কোটায় একাধিক ব্যক্তিকে চাকরি দিয়েছেন । এই মামলায় আগের দিনের শুনানিতে মামলাকারী বেশ কয়েকটি চিঠি আদালতে জমা দিয়েছিলেন ৷ সেই চিঠিতে দেখা গিয়েছে, রাজ্যের মন্ত্রী ও বিধায়করা নিজেদের লেটারহেডে নাম লিখে চাকরির জন্য সুপারিশ করেছেন ৷ রাজ্যের বর্তমান মন্ত্রী অখিল গিরি, হুগলির বলাগড়ের বিধায়ক অসীম মাঝি ও মুকুল রায়ের পুত্র তথা বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের লেটার হেডে করা সুপারিশ পত্র দেওয়া হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার রায়দান স্থগিত রেখেছিলেন ।
এই মামলার পরবর্তী শুনানি 16 অগাস্ট আরও পড়ুন:প্রাথমিক শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য
উল্লেখ্য, এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ 2014 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণ করার নির্দেশ দিয়েছিল । পাশাপাশি নিয়োগ দুর্নীতি খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত ।