কলকাতা, 26 জুলাই: সল্টলেক সিজিও কমপ্লেক্সে(CGO Complex) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর(Enforcement Directorate) কনফারেন্স রুমের মধ্যেই একটি অস্থায়ী লকআপ তৈরি করা হয়েছে(Temporary lockup set up)। মঙ্গলবার সকালে সেই অস্থায়ী লকআপে আনা হয় পার্থ চট্টোপাধ্যায়কে(Partha Chatterjee)। সেখানেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে এদিন সকাল সাড়ে দশটার সময় ইডির তিনজন আধিকারিক জিজ্ঞাসাবাদ শুরু করেন ।
পার্থর বাড়ি থেকে 2021 সালে টেটের সংশোধিত ফল পাওয়া গিয়েছে ৷ পাশাপাশি উদ্ধার হয়েছে প্রাইমারি এডুকেশন দফতরের সভাপতির একটি নোট । জানা গিয়েছে, ওই সকল উদ্ধার হওয়া নথিপত্র দেখিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে ইডির গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেন । জেরায় একাধিক প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন । ইডি সূত্রের খবর, জেরা চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee Interrogation) একাধিকবার নিজের অসুস্থতার কথা জানান এবং তিনি বলেন, "এই সকল বিষয় বহু বছর আগেকার ৷ আমার এই মুহূর্তে কিছু মনে পড়ছে না ।"