পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Weather Update in Bengal : ভিজবে উত্তর, 4 দিনের মধ্যে দক্ষিণে শীতের পূর্বাভাস - update weather forecast in bengal

ভাবছেন তো কবে শীত পড়বে ? আর মাত্র কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের দুয়ারে আসছে শীত ৷ ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া অফিস (Weather Update in Bengal) ৷

Weather Update in Bengal
পশ্চিমবঙ্গের আবহাওয়া

By

Published : Dec 7, 2021, 7:06 AM IST

Updated : Dec 7, 2021, 9:13 AM IST

কলকাতা, 7 ডিসেম্বর : জাওয়াদ বিদায় নিতেই শীতের আগমনী বার্তার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । স্পষ্ট করে না বললেও কাঙ্ক্ষিত শীত যে দুয়ারে তারই ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস । চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকে শীতের (Weather Update in Bengal) উপস্থিতি বেশ ভালই টের পাবেন বঙ্গবাসী ৷ এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস ৷

11 ডিসেম্বরের পরবর্তী সময়ে শীতের ঝোড়ো ব্যাটিং দেখা যাবে বলেই আশা করা যায় । আজকের আকাশ আ‌ংশিকভাবে মেঘলা থাকবে । দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও পশ্চিমবঙ্গের হিমালয় পর্বত সংলগ্ন সিকিম, দার্জিলিং, কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷

সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি বেশি ৷ গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 18.5 মিলিমিটার ৷

সর্বনিম্ন তাপমাত্রার এই ক্রমাবনতি শীতের আগমনীতে সাহায্য করবে বলেই মত আবহাওয়াবিদদের । আশা করা হচ্ছে আগামী তিন-চার দিনের মধ্যে তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি কমবে । জাওয়াদের প্রভাবে রবিবার রাত থেকে বৃষ্টি শুরু হয় । সোমবার বিকেলের দিকে তাতে রাশ পড়েছে । বৃষ্টির কারণেই আবহাওয়া বেশ ঠান্ডা । তবে প্রকৃত শীতের জন্য আর মাত্র কয়েকটি দিন অপেক্ষা ৷ অকাল দুর্যোগে যারা বিরক্ত, তাদের মনে আশা জাগিয়ে অবশেষে দুয়ারে আসছে শীত ।

আরও পড়ুন :Chewing Gum to cut Covid Transmission : করোনা ঠেকাতে চিউয়িং গাম চিবোন

Last Updated : Dec 7, 2021, 9:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details