কলকাতা, 5 মার্চ: কলকাতার রাস্তায় গাছ ভরা পলাশ ফুল দেখা গেলেও বসন্ত প্রায় শেষের পথে । বাংলা ক্যালেন্ডারে চৈত্রের আবাহন । তাই বাতাসে গরমের হলকা অনুভূতি উপলব্ধ হচ্ছে (West Bengal Weather Update)। মিষ্টি রোদ অনুভব করার উপায় নেই বরং বাইরে বেরোলে ছেঁকা লাগছে । ছাতা নিয়ে হয়তো এখনই বেরোতে হচ্ছে না । তবে সেদিন আসতে আর বেশি বাকি নেই । বিন্দু বিন্দু ঘামে কপাল ভিজছে । গলা শুকিয়ে যাচ্ছে । ঠাণ্ডা জলে গলা ভেজানোর সাহস হচ্ছে না কারণ, আবহাওয়া(weather) পরিবর্তনের হাওয়ায় অসুখ ভেসে বেড়াচ্ছে ।
হাওয়া অফিস বলছে পারদ চড়বে । বৃষ্টি কাঁটা আপাতত নেই । ফলে, রৌদ্রজ্বল দিনে মাথা বাঁচানো দায় হয়ে উঠবে । দিন পনেরো আগেও যেখানে হালকা ঠাণ্ডার রেশ ছিল তা এখন দ্রুত অতীত হচ্ছে । সর্বোচ্চ তাপমাত্রা তিরিশের ঘরে ঢুকে পড়েছে । শনিবার রাতে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 32.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ।