কলকাতা, 26 ফেব্রুয়ারি: ক্যালেন্ডারে ফেব্রুয়ারি ফুরোতে না ফুরোতেই বাড়ল গরমের ঝাঁঝ ৷ সপ্তাহ শেষে কাজে বেরিয়ে তাই হাসফাঁস আমজনতা ৷
শুক্রবার সকালেও কলকাতা ছিল কুয়াশাচ্ছন্ন ৷ কিন্তু বেলা বাড়তেই আকাশ হয়ে যায় রোদ ঝলমলে ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের কুয়াশার প্রভাব থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা ৷
এদিকে, ইতিমধ্যেই কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা উপরে চলে গিয়েছে ৷ কলকাতা থেকে কার্যত উধাও হয়েছে শীতের আমেজ। যদিও জেলায় সকালের দিকে আরও দু-একদিন শীতের আমেজ থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে পূবালী হাওয়ার দাপট বাড়বে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে রাজ্যে। ফলে দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা হবে। আগামী সপ্তাহ থেকে বাড়বে অস্বস্তিকর গরমও ৷
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী 24 ঘণ্টা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে কুয়াশার দাপট বেশি থাকবে ৷ সকালে কোথাও কোথাও দৃশ্যমানতা 500 মিটারের থেকেও কম থাকবে ৷ তবে বেলা বাড়ার সঙ্গে-সঙ্গেই আকাশ পরিষ্কার হয়ে যাবে ৷
আরও পড়ুন:ফেব্রুয়ারির হাত ধরে রাজ্যে বসন্তের প্রবেশ
উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ৷ রবিবার কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টি চলবে ৷
আগামী 24 ঘণ্টায় কলকাতার তাপমাত্রা পারদ আরও বাড়বে। আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামী রবিবার তাপমাত্রার পারদ পৌঁছে যাবে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসে। গত 24 ঘণ্টায় কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 96% সর্বনিম্ন 29% ছিল ৷ গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি।