পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পৌষেই উধাও শীত, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 20.9 ডিগ্রি

পৌষ শেষ হয়নি ৷ অথচ এখনই কলকাতা থেকে উধাও শীত ৷ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে 20.9 ডিগ্রিতে ।

Winter disappears
পৌষেই শীত উধাও

By

Published : Jan 11, 2021, 10:34 AM IST

Updated : Jan 11, 2021, 12:26 PM IST

কলকাতা, 11 জানুয়ারি : আজ পৌষ মাসের 26 তারিখ থাকলেও কলকাতায় উধাও শীতের অনুভূতি । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি বেশি । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে । শীতের অনুভূতি বাড়তে পারে সংক্রান্তির দিন । তবে জাঁকিয়ে শীত-এর কোনও সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। বরং আগামী 24 ঘণ্টায় অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে ।


কলকাতায় সকালের দিকে আকাশ সামান্য কুয়াশা ও মেঘাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.9 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি বেশি । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ রয়েছে সর্বোচ্চ 95 শতাংশ। বাতাসে সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণ 40 শতাংশ। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ও সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

আরও পড়ুন :ইছামতিতে নৌকাডুবি; মৃত 1, নিখোঁজ 1


আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূবালী হাওয়া ও ঘূর্ণাবর্তের প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী চার থেকে পাঁচ দিন উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে ।

Last Updated : Jan 11, 2021, 12:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details