পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

হাত খুলে খেলছে শীত, জবুথবু রাজ্য

গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11. 8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস ৷ উত্তর-পশ্চিম ভারতের জোরালো ঠাণ্ডা হাওয়ার দাপটে রাজ্যে শীত হাত খুলে খেলছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর ৷

temperature-fall-in-state-cold-wave-in-districts
temperature-fall-in-state-cold-wave-in-districts

By

Published : Feb 3, 2021, 11:17 AM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি : আজও জাঁকিয়ে শীত । কনকনে উত্তরে হাওয়ার দাপটে কাঁপছে গোটা রাজ্য । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত জাঁকিয়ে ঠান্ডার পরিস্থিতি চলবে রাজ্যজুড়ে । দু'দিন পর সামান্য বৃদ্ধি পাবে তাপমাত্রা । তবে শীতে এখনই বিদায় নিচ্ছে না ।

আগামী সপ্তাহেও শীতের অনুকূল পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । এইসঙ্গে কলকাতা আকাশ পরিষ্কার থাকবে । গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11. 8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ও 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷ গতকাল বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 99% ও সর্বনিম্ন 31% ছিল । গত 24 ঘণ্টায় বৃষ্টিপাত হয়নি ।

আরও পড়ুন: নামল পারদ, মকর সংক্রান্তিতে জাঁকিয়ে শীত রাজ্যে

উত্তর-পশ্চিম ভারতের জোরালো ঠাণ্ডা হাওয়ার দাপটে রাজ্যে শীত হাত খুলে খেলছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 6 ও 7 তারিখে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে । কলকাতায় 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা । আগামী সপ্তাহে 10 তারিখ পর্যন্ত কনকনে শীতের অনুভূতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।

অন্যদিকে আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের কিছু জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে । উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট থাকবে । সপ্তাহের শেষের দিকে সিকিম ও দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টিপাতের ফলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং পাহাড়ে । এর ফলে রবি ও সোমবার ফের পারদপতন ঘটবে বলে মনে করা হচ্ছে ।

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় নদিয়া, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম ও দুই বর্ধমানে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details