পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যের বিভিন্ন জেলায় শিলাবৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা - alipur weather office

কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে আজ ২১.১। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। আজ, কাল ও বুধবার দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলোতে শিলাবৃষ্টির সঙ্গে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

ফাইল ফোটো

By

Published : Mar 4, 2019, 1:36 PM IST

কলকাতা, ৪ মার্চ : সম্ভাবনা ছিল বৃষ্টির। কমতে পারত তাপমাত্রাও। কিন্তু তাকে ভুল প্রমাণিত করে শহরে আজ বাড়ল তাপমাত্রা। একধাপে একেবারে ৫ ডিগ্রি। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা। অন্যদিকে জোরালো দক্ষিণা বাতাস। এই দুইয়ের প্রভাবের সঙ্গে বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্তের জেরে আবহাওয়ায় এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে। আজ কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ২১.১। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। যদিও সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। অন্যদিকে, আজ, কাল ও বুধবার দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলোতে শিলাবৃষ্টির সঙ্গে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

গতকাল বিকেল থেকেই আকাশের মুখভার হতে শুরু করেছিল। সকাল থেকে মেঘে ঢেকে যায় কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ। যার জেরে আপাতত তাপমাত্রা বাড়ার দিকেই। আজ, কাল ও বুধবার রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। এবার অফিস সূত্রে খবর, এই দিনগুলোতে ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলায়। মঙ্গলবার বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশায় ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। এছাড়াও বুধবার সিকিমসহ পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামীকাল বাড়তে পারে বৃষ্টির পরিমাণও।

আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ওড়িশা ও বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল হবে। সেজন্য আজ ও আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার অবনতির জন্য গোটা রাজ্যের তাপমাত্রা আরও বাড়বে বলে জানাচ্ছে তারা। এছাড়াও বৃহস্পতিবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ABOUT THE AUTHOR

...view details