পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"বিশ্বকে বলুন, বাংলায় বিনা পয়সায় কোরোনা চিকিৎসা হয়"

রাজ্য সরকার এখনও পর্যন্ত কোরোনা পরিস্থিতি মোকাবিলায় আড়াই হাজার কোটি টাকা খরচ করেছে । ICMR-এর ল্যাবরেটরি উদ্বোধনের ভার্চুয়াল অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী ।

Mamata Banerjee
ছবি

By

Published : Jul 27, 2020, 8:22 PM IST

কলকাতা, 27 জুলাই : অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত ICMR-এর তিনটি বিশেষ ল্যাবরেটরি চালু হল আজ । এই তিনটির মধ্যে একটি কলকাতায় । বাকি দুটির একটি নয়ডায় ও অন্যটি মুম্বইতে । এই তিন ল্যাবরেটরির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । ভার্চুয়াল ওই অনুষ্ঠানে ছিলেন তিন রাজ্যের মুখ্যমন্ত্রীও ।

ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনে রাজ্যের কোরোনা সংক্রান্ত খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, "বিশ্বকে বলুন, আপনার দেশের একটি রাজ্য বিনা পয়সায় কোরোনার চিকিৎসা করাচ্ছে ।"

পাশাপাশি তিনি আরও বলেন, "রাজ্য সরকার এখনও পর্যন্ত কোরোনা পরিস্থিতি মোকাবিলায় আড়াই হাজার কোটি টাকা খরচ করেছে । রাজ্যে এখন মোট 81টি কোরোনা পরীক্ষার ল্যাবরেটরি রয়েছে । কিন্তু রাজ্যে সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে আরও বেশি সংখ্যায় ল্যাবরেটরির প্রয়োজন । রাজ্যে বর্তমানে সেফ হাউজ় রয়েছে 106 টি ।"

রাজ্যে এখনও পর্যন্ত যতজনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 80 শতাংশই কোমর্বিডিটির জন্য হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী । একইসঙ্গে রাজ্যে টেলিমেডিসিন পরিষেবা ও সর্বক্ষণের জন্য হেল্পলাইন পরিষেবা চালু করা হয়েছে বলেও প্রধানমন্ত্রীকে জানান তিনি ।

ABOUT THE AUTHOR

...view details