নিউটাউন, 23 ডিসেম্বর : বড়দিনের আগে প্রায় 13 কেজি বিস্ফোরক-সহ একাধিক নাইন এমএম পিস্তল উদ্ধার করল পুলিশ (Techno City Police recover explosive from Newtown) । এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের আওতাধীন টেকনো সিটি থানার পুলিশ ।
তদন্তের স্বার্থে ধৃতদের নাম প্রকাশ করতে চায়নি গোয়েন্দারা । জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি ঘরে অভিযান চালায় (Police of Techno City Police raid in a house) । সেখান থেকেই বেশকিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে । পাশাপাশি একাধিক কার্তুজ এবং নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে টেকনো সিটি থানার পুলিশ ।