কলকাতা, 11 ফেব্রুয়ারি : করোনাকালে প্রায় দুবছর বন্ধ থাকার পর এবার রাজ্যে খুলে যেতে (Reopening schools for all classes) পারে প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণির ক্লাস । নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানের মঞ্চ থেকে বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on school reopening)। তিনি জানিয়েছেন যে, করোনার সংক্রমণ আর না বাড়লে বিশেষজ্ঞ ও স্কুলগুলোর (Bengal schools reopen) সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেবে প্রশাসন ।
প্রায় 2 বছর বন্ধ থাকার পর গত বছর নভেম্বর মাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যায় । তবে সম্প্রতি আবারও খুলে গিয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় । অষ্টম থেকে দ্বাদশ পর্যন্ত হচ্ছে ক্লাসরুমে পঠনপাঠন । তবে টানা এতগুলো দিন স্কুল বন্ধ থাকার জেরে বিপর্যস্ত রাজ্যের শিক্ষা ব্যবস্থা । বাড়ছে স্কুলছুটের সংখ্যা, বাল্য বিবাহ, নারী পাচার, শিশু শ্রমের মতো ঘটনা । সম্প্রতি একটি বেসরকারি সংস্থার করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে, পড়ুয়ারা ভুলে যাচ্ছে অক্ষর ।
অন্যদিকে, প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত চলছে পাড়ায় শিক্ষালয় ব্যবস্থা । তবে পাড়ায় পাড়ায় শিক্ষালয় না করে একেবারে প্রাক প্রাথমিক থেকে সমস্ত ক্লাসের পঠন পাঠন শুরু করার দাবি উঠেছে বারেবারে । তাই মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি পড়ুয়া থেকে অভিভাবক এবং শিক্ষকমহলও । হেয়ার স্কুলের প্রধান শিক্ষক ড. জয়ন্ত ভট্টাচার্য বলেন, "এ বার যত তাড়াতাড়ি ছাত্রছাত্রীরা স্বাভাবিক পঠনপাঠনের ব্যবস্থায় ফিরতে পারবে, তাদের জন্য ততটাই ভালো হবে । কারণ ক্লাসরুম পঠন-পাঠনের বিকল্প কখনওই অনলাইনে পড়াশোনা হতে পারে না । কারণ ক্লাসে বসে শিক্ষক-শিক্ষিকা এবং সহপাঠীদের সঙ্গে মেলামেশা করে তারা যে অভিজ্ঞতাটা পায়, তার মূল্য অনেক বেশি । শুধু অষ্টম থেকে দ্বাদশই নয়, প্রাক-প্রাথমিক থেকে ক্লাস সেভেন পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে আনার বিষয়ে আগ্রহী শিক্ষক-শিক্ষিকারাও । আমি পাড়ায় শিক্ষালয় পরিদর্শনের সময় পড়ুয়াদের সঙ্গে কথা বলে দেখলাম যে তারাও আবার ক্লাসরুমে ফিরতে ভীষণভাবেই আগ্রহী ।"