কলকাতা, 1 জুন : নবম ও দশম শ্রেণিতে অর্থাৎ, মাধ্যমিকে স্বাস্থ্য ও শারীরশিক্ষাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার দাবিতে আবারও সরব হলেন এই বিষয়ের শিক্ষক-শিক্ষিকারা (Teachers Demands Include Physical Education in Secondary Education) ৷ প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে বাধ্যতামূলক করা হয়েছে ৷ কিন্তু, মাধ্যমিকে স্বাস্থ্য ও শারীরশিক্ষাকে এখনও বাধ্যতামূলক করা হয়নি ৷ এই নিয়ে শিক্ষকরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন ৷ তবে, আগামী শিক্ষাবর্ষে যাতে আবশ্যিক লিখিত ও ব্যবহারিক বিষয় হিসাবে বিষয়টিকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়, সেই দাবিতে তুলল পশ্চিমবঙ্গ শারীরশিক্ষা শিক্ষক সংগঠন ৷
সংগঠনের সম্পাদক জয়ন্ত কুমার দেবনাথ বলেন, ‘‘2011 সালে রাজ্যে রাজনৈতিক পালাবদল হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, স্কুলে সব শ্রেণিতে স্বাস্থ্য ও শারীরশিক্ষাকে আবশ্যিক লিখিত ও ব্যবহারিক বিষয় হিসাবে পাঠ্যসূচির অন্তর্গত করা হবে ৷ 2011 সালে বিদ্যালয় শিক্ষা দফতরের বিশেষজ্ঞ কমিটি একটি সুপারিশ করেছিল ছিল ৷ প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শারীরশিক্ষার অবশ্যিকরণ করতে হবে ৷ সেই অনুযায়ী প্রথম থেকে দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচি তৈরি করা হয়েছিল ৷ তবে, আজ পর্যন্ত নবম ও দশম শ্রেণিতে এই বিষয়টি বাধ্যতামূলক করা হল না ৷ তবে, আমাদের বক্তব্য জানিয়ে আমরা সিলেবাস কমিটির কাছে একটি ডেপুটেশন জমা দিয়েছি ৷’’