পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনা ও টেস্ট পরীক্ষা নেওয়ার দাবি - পরীক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে আনার জোরালো দাবি তুলল রাজ্যের শিক্ষক মহল

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনা হোক ৷ তাদের টেস্ট পরীক্ষার ব্যবস্থা করাও দাবি জানাল শিক্ষক মহল ৷

School Re-opening
পরীক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে আনার দাবি

By

Published : Dec 25, 2020, 7:21 AM IST

কলকাতা, 25 ডিসেম্বর: জুন মাসেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে বলে ঘোষণা করে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই ঘোষণার পরেই 2021 সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে আনার দাবি তুলল রাজ্যের শিক্ষক মহল। সঙ্গে দাবি উঠল টেস্ট পরীক্ষা নেওয়ার। ইতিমধ্যেই প্রধান শিক্ষক ও শিক্ষিকদের একাধিক সংগঠনের তরফে জানুয়ারি মাস থেকে স্কুল খুলে দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস শুরু করার দাবি জানিয়ে শিক্ষামন্ত্রী ও স্কুল শিক্ষা দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

মার্চ মাস থেকে বন্ধ রয়েছে স্কুল। রাজ্যের দশম শ্রেণির পড়ুয়ারা দুই মাসের মতো সশরীরে ক্লাস করতে পারলেও দ্বাদশ শ্রেণি একদিনও স্কুলে গিয়ে ক্লাস করতে পারেনি। বাতিল করে দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষাও। এরই মধ্যে জুন মাসে পরীক্ষা হবে বলে ঘোষণা হয়ে গিয়েছে। শিক্ষক মহলের বক্তব্য, স্কুল খুলে দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস শুরু না করলে জীবনের সবথেকে বড় দুটি পরীক্ষায় প্রস্তুতি ছাড়াই বসতে হবে পরীক্ষার্থীদের। তাছাড়া, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রমেও কাটছাঁট করা হয়েছে। ফলে, প্রশ্নপত্রের ধরনেও পরিবর্তন আসবে। এক্ষেত্রে টেস্ট পরীক্ষা না হলে পরীক্ষার হলে গিয়ে সমস্যায় পড়বে পড়ুয়ারা। এমনই আশঙ্কা শিক্ষক মহলে।

স্কুল খোলা ও টেস্ট পরীক্ষার দাবি নিয়ে স্টেট ফোরাম অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতি বলেন, "জুন মাসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার ঘোষণা করা হয়েছে। আমরা মধ্যশিক্ষা পর্ষদের কাছে আবেদন জানাচ্ছি, অবিলম্বে রোটেশনালি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের স্কুলে আসার ব্যবস্থা করা, শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে আসা সুনিশ্চিত করা হোক। কারণ, অনলাইন ক্লাসে 10-20 শতাংশ ছাত্র-ছাত্রীর কাছে আমরা পৌঁছাতে পারছি না। আমরা আরও চাইছি, আমাদের ছাত্র-ছাত্রীদের টেস্ট পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক। কারণ, জীবনের প্রথম বড় পরীক্ষা নিয়ে অভিভাবক থেকে শুরু করে ছাত্র-ছাত্রী সকলেই চিন্তিত থাকে। তাদের প্রস্তুত করতে বিশেষ ব্যবস্থা হল এই টেস্ট পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ সেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করুক।

আরও পড়ুন :প্রকাশিত উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি

শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারীও একই দাবি জানিয়ে বলেন, সমস্ত বিদ্যালয় যাতে ফাইনাল পরীক্ষার আগে পরিবর্তিত সিলেবাসের ভিত্তিতে একটি মহড়া পরীক্ষা নিতে পারে তার ব্যবস্থা করা হোক। সঙ্গে দশম এবং দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষার আগে বিদ্যালয়গুলিতে স্বাস্থ্যবিধি মেনে ল্যাব বা প্রাকটিক্যাল এবং পঠন-পাঠনের নির্দেশিকা জারি করা হোক।" মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, জানুয়ারি মাস থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পড়ুয়ারা স্কুলে আসুক। স্বাস্থ্যবিধি মেনে তাঁদের পড়ানো হবে। তাঁর প্রশ্ন, "একাদশ-দ্বাদশের পড়ুয়াদের কোনও প্র্যাকটিক্যাল ক্লাস হল না, কোনও বেসিক ধারণা তৈরি হল না। তাঁরা ভবিষ্যতে গিয়ে কী করবে ?"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details