কলকাতা, 13 জুলাই : স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রবেশিকা পরীক্ষা গ্রহণের বিষয়ে স্বাধীনতা থাকা উচিত বিশ্ববিদ্যালয়গুলির ৷ এমনই মত বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক সংগঠনের ৷ তাদের বক্তব্য, রাজ্য হোক বা কেন্দ্রের সরকার, কারও উচিত নয় কোনও প্রতিষ্ঠানের কাজে হস্তক্ষেপ করা ৷
আরও পড়ুন :স্কুল খুলুক, চাইছেন মহারাষ্ট্রের 85 শতাংশ অভিভাবক
পশ্চিমবঙ্গ সরকারের একটি নির্দেশিকার খবর সংবাদমাধ্যমে ছড়ায় ৷ তার প্রেক্ষিতেই এই মত প্রকাশ করেছে ওই শিক্ষক সংগঠনগুলি ৷ সংবাদমাধ্য়মে প্রকাশিত খবর অনুযায়ী, সরকারের ওই নির্দেশিকায় বলা হয়েছে যে প্যানডেমিক পরিস্থিতিতে স্নাতকস্তরের প্রবেশিকা পরীক্ষা নেওয়া যাবে না ৷ জানা গিয়েছে যে রাজ্য সরকার পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকের ফলাফলের প্রেক্ষিতে ভর্তি নেওয়ার নির্দেশ দিয়েছে ৷ এমনকি, স্নাতকোত্তর স্তরেও ভর্তির প্রবেশিকা পরীক্ষা না নিতে বলা হয়েছে ৷ এই নিয়ে আপত্তি তুলেছে ওই শিক্ষক সংগঠনগুলি ৷
যাদবপুর, রবীন্দ্রভারতী ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছয় অধ্যাপক এক বিবৃতিতে বলেছেন, ‘‘স্নাতক বা স্নাতকোত্তর স্তরে প্রবেশিকা পরীক্ষা বন্ধ করে দেওয়া সংক্রান্ত যে কোনও সিদ্ধান্ত বিপক্ষে আমরা ৷ আমাদের মনে হয় প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে কি হবে না, এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপর ছেড়ে দেওয়া উচিত ৷’’