কলকাতা, 2 ফেব্রুয়ারি : অবশেষে স্কুলে ফিরতে চলেছে পড়ুয়ারা। আজই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছেন, 12 ফেব্রুয়ারি থেকে নবম থেকে দ্বাদশের পড়ুয়াদের জন্য স্কুল খুলে দেওয়া হবে। বহুদিন ধরেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ুয়াদের স্কুলে এনে অন্তত তাঁদের প্র্যাকটিক্যাল ক্লাস চালুর দাবি তুলেছিল একাধিক শিক্ষক সংগঠন। অবশেষে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য স্কুল খোলার রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে প্রতিটি শিক্ষক সংগঠনই।
এদিন স্কুল খোলা নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণার পরে স্টেট ফোরাম অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক চন্দনকুমার মাইতি বলেন, "আমরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলাম। এটা শিক্ষামন্ত্রী শুনেছেন, মুখ্যমন্ত্রী বুঝেছেন, এটাতে আমরা ধন্যবাদ জানাচ্ছি সরকারকে, শিক্ষা দপ্তরকে। পাশাপাশি, 100 শতাংশ শিক্ষক, শিক্ষাকর্মীদের আসাকে যাতে সুনিশ্চিত করা হয়, সে ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশিকা দিতে হবে। 50 শতাংশ নয়, সরকারি কর্মচারীদের মতো 100 শতাংশ শিক্ষকদের স্কুলে আসা নিশ্চিত করতে হবে।"
পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, "মাননীয় শিক্ষামন্ত্রী নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিদ্যালয় খোলার যে ঘোষণা আজকে করেছেন, পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা সেই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি। আমরা বহুবার স্কুল শিক্ষা দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে এই দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু, সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে বিদ্যায়তন নিজেরাই সিদ্ধান্ত নেবে কীভাবে স্কুলের ক্লাস চালু করা হবে। আমরা চাই, এব্যাপারে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি ব্লু-প্রিন্ট প্রকাশ করা হোক। সেই আদর্শ ব্লু-প্রিন্ট বিদ্যালয়গুলো অনুসরণ করবে।’’