কলকাতা, 19 এপ্রিল : মিছিল-পাল্টা মিছিল, স্লোগান-পাল্টা স্লোগানে সরগরম যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (protest rallies in Jadavpur University)৷ সোমবার সামনে এসেছে একটি অডিয়ো ক্লিপ, অভিযোগ সেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতা সঞ্জীব প্রামাণিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের জামার কলার ধরার কথা বলেছেন ৷ যদিও এই অডিয়ো টেপের সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ মঙ্গলবার এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন যাদবপুরের শিক্ষক সংগঠন জুটা'র সদস্যরা ৷ অধ্যাপকদের পাশাপাশি, পড়ুয়ারাও এই প্রতিবাদ মিছিলে অংশ নেন ৷
জুটা'র সভাপতি পার্থপ্রতিম বিশ্বাস এই প্রসঙ্গে বলেন, "যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আগে কখনও এহেন ঘটনা ঘটেনি । আমাদের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং অধ্যাপকদের মধ্যে একটি সুসম্পর্ক রয়েছে । তা কখনই নষ্ট হয়নি । তবে এই ধরনের কথা কোনওভাবেই মেনে নেওয়া যায় না । এই অডিয়ো ক্লিপকে ঘিরে যার নাম সামনে এসেছে সেই ছাত্র যদি তার নিজের ভুল বুঝতে পেরে ভুল স্বীকার করে তাহলে তাকে আমরা ক্ষমা করে দেব ।" সোমবার এই অডিয়ো ক্লিপটি সামনে আসার পর থেকেই যাদবপুর-সহ শিক্ষমহলে প্রতিবাদের ঝড় উঠেছে ৷