পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Protest in Jadavpur University : শিক্ষক ও ছাত্র সংগঠনের মিছিল-পাল্টা মিছিলে সরগরম যাদবপুর - protest rallies in Jadavpur University

সোমবার সামনে এসেছে যাদবপুরের তৃণমূল ছাত্র পরিষদের নেতা সঞ্জীব প্রামাণিকের অডিয়ো ক্লিপ (audio clip of Jadavpur University student leader), যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷

jadavpur university protest
শিক্ষক ও ছাত্র সংগঠনের মিছিল পাল্টা মিছিলে সরগরম যাদবপুর

By

Published : Apr 19, 2022, 9:52 PM IST

Updated : Apr 19, 2022, 10:12 PM IST

কলকাতা, 19 এপ্রিল : মিছিল-পাল্টা মিছিল, স্লোগান-পাল্টা স্লোগানে সরগরম যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (protest rallies in Jadavpur University)৷ সোমবার সামনে এসেছে একটি অডিয়ো ক্লিপ, অভিযোগ সেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতা সঞ্জীব প্রামাণিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের জামার কলার ধরার কথা বলেছেন ৷ যদিও এই অডিয়ো টেপের সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ মঙ্গলবার এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন যাদবপুরের শিক্ষক সংগঠন জুটা'র সদস্যরা ৷ অধ্যাপকদের পাশাপাশি, পড়ুয়ারাও এই প্রতিবাদ মিছিলে অংশ নেন ৷

জুটা'র সভাপতি পার্থপ্রতিম বিশ্বাস এই প্রসঙ্গে বলেন, "যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আগে কখনও এহেন ঘটনা ঘটেনি । আমাদের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং অধ্যাপকদের মধ্যে একটি সুসম্পর্ক রয়েছে । তা কখনই নষ্ট হয়নি । তবে এই ধরনের কথা কোনওভাবেই মেনে নেওয়া যায় না । এই অডিয়ো ক্লিপকে ঘিরে যার নাম সামনে এসেছে সেই ছাত্র যদি তার নিজের ভুল বুঝতে পেরে ভুল স্বীকার করে তাহলে তাকে আমরা ক্ষমা করে দেব ।" সোমবার এই অডিয়ো ক্লিপটি সামনে আসার পর থেকেই যাদবপুর-সহ শিক্ষমহলে প্রতিবাদের ঝড় উঠেছে ৷

যাদবপুরে শিক্ষক ও ছাত্র সংগঠনের মিছিল

আরও পড়ুন : আলিয়ার ছায়া যাদবপুরে, অধ্যাপকদের কলার ধরার হুমকি তৃণমূল ছাত্রনেতার

তবে এদিন যাদবপুর ক্যাম্পাসে পাল্টা একটি মিছিল বার করে তৃণমূল ছাত্র পরিষদও ৷ এদিন অরবিন্দ ভবন থেকে জুটার মিছিলের ডাক দেওয়া হয়েছিল, মিছিলটি কিছুদূর পৌঁছাতে না পৌঁছাতেই অন্যদিক থেকে তৃণমূল ছাত্র পরিষদের পাল্টা মিছিল শুরু হয় । চলতে থাকে স্লোগান, পাল্টা স্লোগান । টিএমসিপি সমর্থকরা হাতে পোস্টার ব্যানার নিয়ে বিক্ষোভ দেখান এদিন ৷ টিএমসিপির অভিযোগ, তাদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে ৷

এ প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য শুভাশিস জানা বলেন, "এই অডিয়ো ক্লিপের সত্যতা এখনও বিচার করা হয়নি । কিছুদিন আগেই যখন বাম সংগঠনের এক ছাত্র নেতা সঞ্জীব প্রামাণিককে পুড়িয়ে মারার হুমকি দেয় তখন তো কোনও অধ্যপক বা পড়ুয়ারা প্রতিবাদ করতে এগিয়ে আসেননি । আর আজ একটি ছোট্ট অডিয়ো ক্লিপ নিয়ে এত মাতামাতি হচ্ছে । এটা একটা বড় চক্রান্ত । আমাদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে ।"

Last Updated : Apr 19, 2022, 10:12 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details