পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

teachers-agitation : চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের স্থায়ীকরণের দাবিতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ

কলকাতা পৌরনিগমের অন্তর্গত স্কুলগুলিতে প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ৷ তাঁদের স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে বিভিন্ন সময়ে রাজ্যের শিক্ষা দফতরে আবেদন জানিয়েছিলেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা ৷ তবে, কোনও সুরাহা হয়নি ৷ আজ নিজেদের দাবি আদায়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন শিক্ষক-শিক্ষিকারা ৷

teachers-agitation-in-front-of-education-minister-bratya-basus-house-in-salt-lake
চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের স্থায়ীকরণের দাবিতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ

By

Published : Aug 6, 2021, 4:39 PM IST

কলকাতা, 6 অগস্ট : রাজ্যের শিক্ষামন্ত্রী (Education Minister) ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা ৷ মূলত কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation)-র অন্তর্গত স্কুলগুলিতে থাকা চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষিকাদের এই সংগঠনের দাবি, তাদের রাজ্যের শিক্ষা দফতরের আওতায় নিয়ে আসতে হবে ৷ বহুদিন ধরে সেই দাবিতে আন্দোলন করছিলেন তারা ৷ কিন্তু, রাজ্যের শিক্ষা দফতরের তরফে কোনও সাড়া না পেয়ে এবার শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হল ৷

বর্তমানে কলকাতা পৌরনিগমের অন্তর্গত স্কুলগুলিতে প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ৷ তাঁদের স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে বিভিন্ন সময়ে রাজ্যের শিক্ষা দফতরে আবেদন জানিয়েছিলেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা ৷ তবে, কোনও সুরাহা হয়নি ৷ এমনকি একাধিকবার নিজেদের দাবির স্বপক্ষে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা ৷ কিন্তু, তাতেও কোনএও ফল না পেয়ে এবার সরাসরি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)-র সল্টলেকের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ শুরু করলেন শিক্ষক-শিক্ষিকারা ৷

চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের স্থায়ীকরণের দাবিতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ

আরও পড়ুন : নিয়োগের দাবিতে রাস্তায় প্রতীকী পাঠশালা গড়ে আন্দোলন শিক্ষক পদপ্রার্থীদের

শুধু বিক্ষোভ দেখানো নয়, বিকাশ ভবনে গিয়ে নিজেদের দাবি জানিয়ে একটি চিঠিও জমা দেন আন্দোলনকারী অস্থায়ী শিক্ষক শিক্ষিকারা ৷ শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হয় ৷ ব্রাত্য বসুর বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ৷ নামানো হয় মহিলা ব়্যাফ ৷ ব্যারিকেড করে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের আটকে দেয় পুলিশ ৷ যার ফলে কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি ৷

ABOUT THE AUTHOR

...view details