কলকাতা, 22 এপ্রিল : পয়লা মে থেকে উত্তরবঙ্গে শুরু হচ্ছে টি গোল্ড কাপ (Tea Gold Cup Tournament 2022) ৷ অংশগ্রহণ করছে উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ৷ শুক্রবার এই টুর্নামেন্টের সূচি ঘোষণা ও ট্রফি উন্মোচন করলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না ৷
নতুন প্রতিভার সন্ধানে এবার পাহাড়ে পাড়ি আইএফএ'র (Indian Football Association) । পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের পৃষ্ঠপোষকতা এবং রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার ব্যবস্থাপনায় উত্তরবঙ্গের চা-বাগানের শ্রমিকদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট শুরু হতে চলেছে । আগামী 1 মে থেকে মোট 16টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হবে । উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারকে বেছে নেওয়া হয়েছে । এক একটা অঞ্চল থেকে চারটি করে দল এই প্রতিযোগিতায় অংশ নেবে । প্রতিটা দলে চারজন করে অনূর্ধ্ব-17 ফুটবলার রাখতে হবে । এই চারজনের মধ্যে দু'জনকে প্রথম একাদশে রাখতে হবে ।
বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই টুর্নামেন্টের সূচি ঘোষণা ও ট্রফি উন্মোচন করলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না । ছিলেন শ্রম দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বরুণ রায়, কমিশনার সুমিতা মুখোপাধ্যায়, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় এবং সচিব জয়দীপ মুখোপাধ্যায় । মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, "উত্তরবঙ্গ থেকে একটা সময় ফুটবলাররা কলকাতা ময়দানে খেলতে আসতেন । এককথায় ময়দানের ফুটবলাদের সাপ্লাই লাইন ছিল উত্তরবঙ্গ । এখনও সেখানে অনেক প্রতিভা আছে । পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদ ও আইএফএ-এর যৌথ উদ্যোগে টি গোল্ড কাপ শুরু হচ্ছে । উত্তরবঙ্গে 282টি চা-বাগান রয়েছে । চা-বাগানের শ্রমিক পরিবারের ছেলেদের নিয়েই এই ফুটবল প্রতিযোগিতা হবে । এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে বাংলার ফুটবলে উত্তরবঙ্গর সাপ্লাই লাইন ফের তৈরি করতে চাই ।"