কলকাতা, 5 জুন : একদিকে করোনাকালে বন্ধ গণপরিবহণ, অন্যদিকে লাগামছাড়া বেড়েছে জ্বালানির দাম । তাই ভাড়া বৃদ্ধি না করলে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্যাক্সি পরিষেবা দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন ট্যাক্সি মালিকরা । ট্যাক্সির ভাড়া বৃদ্ধির দাবিতে আগামীকাল তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিতে চলেছেন ।
এই বছরে চলা লকডাউন পরিস্থিতি একেবারে কোমড় ভেঙে দিয়েছে ট্যাক্সি মালিক ও চালকদের । চরম আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন মালিক ও চালকরা । এআইটিইউসি অনুমোদিত ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেশন কমিটি যার সদস্য সংখ্যা প্রায় 4 হাজারের কাছাকাছি সেই সংগঠনের সাধারণ সম্পাদক নাওয়াল কিশোর শ্রীবাস্তব বলেন, "হাজার হাজার ট্যাক্সিচালক ও মালিকদের কথা ভেবে রাজ্য সরকারের কাছে আর্থিক ছাড়ের আর্জি জানিয়েও কোনও কাজ হয়নি । অন্যদিকে দ্বিতীয় বারের লকডাউনে আমাদের অবস্থা শোচনীয় । বন্ধ ব্যবসা । শুধুমাত্র জরুরি পরিষেবা দিচ্ছে হাতেগোনা কয়েকটি ট্যাক্সি । এরা সবাই দিন আনা দিন খাওয়া কর্মী । চরম আর্থিক অনটনের মধ্যে পড়েছেন মালিক ও চালকরা । তাই সব দিক বিবেচনা করে আগামীকাল আমরা মুখ্যমন্ত্রী ও পরিবহণ দফতরে একটি চিঠি জমা দিতে চলেছি । যেখানে আমরা ভাড়া বাড়ানোর দাবি রাখছি ৷ পাশাপাশি আমরা সেই চিঠিতে একটি সময়সীমাও দিচ্ছি । ওই সময়ের মধ্যে কিছু পদক্ষেপ না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব ।"