পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

গ্রিন জ়োনে ট্যাক্সি চালানোর অনুমতির পরেও চিন্তিত গাড়ি মালিকরা - লকডাউন আপডেট

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট কাউন্সিল অফ লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রতশংকর ঘোষ বলেন , "মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা শোনার পর পরিবহন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকের সঙ্গে সংগঠনের তরফে যোগাযোগ করা হয় । পুরো বিষয়টি লিখিতভাবে স্পষ্ট করে আমাদের জানানোর আবেদন করা হয়।"

Kolkata amid lockdown
গ্রিন জ়োনে ট্যাক্সি

By

Published : Apr 30, 2020, 9:23 AM IST

কলকাতা, 30 এপ্রিল : গ্রিন জ়োনে বাস এবং গতিধারার গাড়ি চালু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । তবে লকডাউনে যাত্রী না পাওয়ার সম্ভাবনা বেশি । তাই গাড়ি চালাতে নারাজ গাড়ির মালিকরা । ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট কাউন্সিল অফ লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রতশংকর ঘোষ বলেন , "মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর পরিবহন দপ্তরের আধিকারিকের সঙ্গে সংগঠনের তরফে যোগাযোগ করা হয় । পুরো বিষয়টি লিখিতভাবে স্পষ্ট করে জানানোর আবেদন করা হয়েছে। গ্রিন জ়োনের বাইরে যদি কোনও যাত্রীকে জরুরি কারণে যেতে হয় সেক্ষেত্রে চালক কী করবেন ? এই নির্দেশগুলি স্পষ্টভাবে পেলে আমাদের পক্ষে গাড়ি চালাতে সুবিধা হবে ।”

অন্যদিকে লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের ওয়েস্টবেঙ্গলের ভাইস প্রেসিডেন্ট সৈকত পাল বলেন, “যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে রাস্তায় গাড়ি নামালে কোনও লাভই হবে না । কারণ এখন অফিস, ব্যাঙ্ক, স্কুল-কলেজসহ সব কিছুই বন্ধ রয়েছে । বন্ধ রয়েছে ট্রেন চলাচলও। তাই পরিস্থিতি আবার স্বাভাবিক না হলে গাড়িগুলিতে কোনও বুকিংই না । পাশাপাশি লকডাউনের মধ্যে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে বুকিং-র জন্য অপেক্ষা করার ক্ষেত্রেও সমস্যা হতে পারে । এর ফলে আমাদের জ্বালানি খরচও বেড়ে যাবে অনেকটা । দিনের শেষে যাত্রী না পেলে পথে গাড়ি নামিয়ে কোনও লাভ হবে না । খরচ তুলতে না পারলে বাস চালিয়ে কোনও লাভ নেই ।"

গ্রিন জ়োনে বাস ও গতিধারার গাড়িগুলি চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্নে বৈঠক করে তিনি জানান, গ্রিন জ়োনে চলবে বেসরকারি বাস । তবে 20 জনের বেশি যাত্রী বহন করা যাবে না । পাশাপাশি গ্রিন জ়োনে চলবে হলুদ ট্যাক্সি ও গতিধারার গাড়িগুলি । তবে জেলার মধ্যেই সীমাবন্ধ রাখতে হবে পরিষেবা । পরিস্থিতি খারাপ হলে বন্ধ করা হতে পারে বাস পরিষেবা ।

ABOUT THE AUTHOR

...view details