পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

গড়ফায় ছাত্রীর শ্লীলতাহানি, গ্রেপ্তার অভিযুক্ত ট্যাক্সিচালক - গ্রেপ্তার

গড়ফায় স্কুলছাত্রীকে ঘরে আটকে শ্লীলতাহানি৷ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যের গ্রেপ্তার অভিযুক্ত ট্যাক্সিচালক৷ জোড়াবাগানের রেশ কাটতে না কাটতেই ফের এমন ঘটনায় বাড়ছে উদ্বেগ৷

wb-kol-garfa-molestation-arrest-7209715
প্রতীকী ছবি

By

Published : Feb 5, 2021, 5:52 PM IST

Updated : Feb 5, 2021, 7:23 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি: জোড়াবাগানের রেশ কাটতে না কাটতে ফের শহর কলকাতায় স্কুলছাত্রীর উপর নির্যাতনের অভিযোগ৷ গড়ফায় কিশোরীকে ঘরে বন্ধ করে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করল গড়ফা থানার পুলিশ।

কলকাতা পুলিশের ডিসি (এসএসডি) রশিদ মনির খান জানিয়েছেন, ‘‘থানায় অভিযোগ দায়েরের পরই আমরা অভিযুক্তকে ধরতে সচেষ্ট হই। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 354 ধারায় শ্লীলতাহানীর অভিযোগে দায়ের করা হয়েছে।’’

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার এলাকার 19 বছরের এক স্কুলছাত্রী তাঁর পোষ্যকে নিয়ে স্থানীয় একটি উদ্যানে গিয়েছিলেন। ওই ছাত্রীর অভিযোগ, আচমকাই রবি দাস নামে এক ট্যাক্সিচালক এসে তাঁর পোষ্যটিকে জোরজবরদস্তি নিজের ঘরে নিয়ে চলে যান। প্রসঙ্গত, ওই পার্কের সামনেই রবির আস্তানা৷ এরপর নিজের কুকুরটিকে ফেরত পাওয়ার জন্য অভিযুক্ত রবি দাসের ঘরে ঢোকেন ওই ছাত্রী৷ অভিযোগ, এরপরই ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দেয় রবি এবং ওই ছাত্রীর গায়ে হাত দেয়।

আরও পড়ুন:জোড়াবাগান: শিশু পর্নোগ্রাফিতে আসক্ত হয়েই বালিকাকে টার্গেট অভিযুক্তের

ছাত্রীর চিৎকার শুনে পার্কের ভিতরে থাকা প্রবীণরা ঘটনাস্থলে পৌঁছে যান। তাঁরাই খবর দেয় স্থানীয় থানায়৷ এরপর পুলিশ এসে গ্রেপ্তার করে রবিকে৷

Last Updated : Feb 5, 2021, 7:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details