কলকাতা, 20 জুন : রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে স্থলাভিষিক্ত করার জন্য আচার্য বিল ইতিমধ্যেই পাস হয়েছে বিধানসভায় । একই সঙ্গে ইতিমধ্যেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদ থেকেও রাজ্যপালকে সরিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীকে আনতে বিল পাস হয়েছে । আর এবার সেই তালিকায় নবতম সংযোজন হল ট্যাক্সেশন ট্রাইব্যুনাল । এবার ট্যাক্সেশন ট্রাইবুনালের নিয়োগ থেকেও রাজ্যপালকে সরাতে সোমবার বিধানসভায় পাস হল ‘পশ্চিমবঙ্গ ট্যাক্সেশন ট্রাইবুনাল (সংশোধনী) বিল 2022’ (Taxation Tribunal Bill Passed in Bengal Assembly) ।
কিন্তু এই বিলও পাস হল বিরোধী শূন্য বিধানসভায় ৷ সাসপেন্ড থাকায় আগের দু’টি বিল পেশের সময় বিধানসভায় উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷ সাসপেনশন উঠে যাওয়ার পর এদিনই প্রথম বিধানসভায় হাজির হয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক ৷ তাঁর জন্য এই বিলের উপর বলার জন্য সময় বরাদ্দ করা হয়েছিল ৷
কিন্তু তিনি বিষয়টি বিচারাধীন বলে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ৷ আর বিলটি পরে আলোচনা করার প্রস্তাব দেন ৷ প্রয়োজনে অ্যাটর্নি জেনারেলের সাহায্য নেওয়ার পরামর্শও দেন তিনি ৷ তখন অধ্যক্ষ জানান, এই বিষয়ে মন্ত্রী জবাব দেবেন ৷ তখন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Bengal Minister Chandrima Bhattacharjee) জানান, এই ধরনের আপত্তি প্রস্তাবের সময় কার্যকরী ৷ আইনসভায় বিল পাসের সময় আলোচনায় বাধা নেই ৷ কিন্তু শুভেন্দু নিজের দাবিতে অনড় থাকেন ৷ বিচারাধীন বিষয় নিয়ে আলোচনা ঠিক নয় বলে জানিয়ে পরিষদীয় বিধায়কদের নিয়ে ওয়াকআউট করেন ৷ তার পর বিরোধীশূন্য অবস্থায় বিল পাস হয় ৷