"তৃণমূলের জনবিরোধী নীতি তুলে ধরতে হবে", মুকুলের সঙ্গে সাক্ষাতের পর মন্তব্য তথাগতর - মুকুল রায়ের সঙ্গে দেখা করলেন তথাগত রায়
মেঘালয়ের প্রাক্তন রাজ্য়পাল তথাগত রায় আজ BJP নেতা মুকুল রায়ের সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি যান ৷ পরে তিনি সংবাদ মাধ্য়মের কাছে বলেন, তৃণমূলের জনবিরোধী নীতি মানুষের কাছে তুলে ধরতে হবে ৷ এছাড়া কেন্দ্রীয় সরকারের জনমুখী নীতিগুলো মানুষের সামনে তুলে ধরতে তিনি জোর দেন ৷
কলকাতা, 2 সেপ্টেম্বর : তৃণমূল কংগ্রেসের জনবিরোধী নীতি মানুষের কাছে তুলে ধরতে হবে। বুধবার সন্ধ্যায় এই কথা বললেন, মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। আজ তিনি BJP-র কেন্দ্রীয় নেতা মুকুল রায়ের বাড়ি যান । দুই নেতার মধ্যে কী আলোচনা হল? তথাগত রায় বলেন, " আমি এর আগে একদিন কৈলাসজির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেখানে মুকুল রায়ও ছিলেন। তখনই কথা হয়েছিল ওঁর বাড়িতে আসবো। তাই আজ এলাম। দুজনেই যখন রাজনীতির মানুষ, রাজনীতি নিয়েই আলোচনা হয়েছে।" তিনি বলেন, ' মূলত দলের জনসংযোগ কীভাবে বাড়ানো যায়, কেন্দ্রীয় সরকারের জনমুখী নীতিগুলো কীভাবে মানুষের কাছে আরও নিবিড়ভাবে প্রচার করা যায় এই বিষয়গুলো আলোচনা হয়েছে। তবে দলের সাংগঠনিক বিষয়ের আলোচনা বাইরে বলব না।'