পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"তৃণমূলের জনবিরোধী নীতি তুলে ধরতে হবে", মুকুলের সঙ্গে সাক্ষাতের পর মন্তব্য তথাগতর - মুকুল রায়ের সঙ্গে দেখা করলেন তথাগত রায়

মেঘালয়ের প্রাক্তন রাজ্য়পাল তথাগত রায় আজ BJP নেতা মুকুল রায়ের সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি যান ৷ পরে তিনি সংবাদ মাধ্য়মের কাছে বলেন, তৃণমূলের জনবিরোধী নীতি মানুষের কাছে তুলে ধরতে হবে ৷ এছাড়া কেন্দ্রীয় সরকারের জনমুখী নীতিগুলো মানুষের সামনে তুলে ধরতে তিনি জোর দেন ৷

tathagata roy
তথাগত রায়

By

Published : Sep 2, 2020, 11:10 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : তৃণমূল কংগ্রেসের জনবিরোধী নীতি মানুষের কাছে তুলে ধরতে হবে। বুধবার সন্ধ্যায় এই কথা বললেন, মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। আজ তিনি BJP-র কেন্দ্রীয় নেতা মুকুল রায়ের বাড়ি যান । দুই নেতার মধ্যে কী আলোচনা হল? তথাগত রায় বলেন, " আমি এর আগে একদিন কৈলাসজির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেখানে মুকুল রায়ও ছিলেন। তখনই কথা হয়েছিল ওঁর বাড়িতে আসবো। তাই আজ এলাম। দুজনেই যখন রাজনীতির মানুষ, রাজনীতি নিয়েই আলোচনা হয়েছে।" তিনি বলেন, ' মূলত দলের জনসংযোগ কীভাবে বাড়ানো যায়, কেন্দ্রীয় সরকারের জনমুখী নীতিগুলো কীভাবে মানুষের কাছে আরও নিবিড়ভাবে প্রচার করা যায় এই বিষয়গুলো আলোচনা হয়েছে। তবে দলের সাংগঠনিক বিষয়ের আলোচনা বাইরে বলব না।'

তথাগত রায়
তথাগত রায় বলেন, " রাজ্যে তৃণমূল কংগ্রেসের জনবিরোধী নীতিগুলো নিয়েও সরব হতে হবে। রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর অত্যাচার, BJP কর্মীদের উপর নির্যাতন, গণতন্ত্রহীনতা এসব কিছু মানুষের কাছে তুলে ধরতে হবে।" সব মিলিয়ে তথাগত রায় একুশের নির্বাচনের আগে সক্রিয় হওয়ার সব রকম ইঙ্গিত দিয়ে রাখলেন। একইসঙ্গে জানিয়ে দিলেন, এখন তিনি দলের সাধারণ সদস্য। সক্রিয় সদস্য হওয়ার কিছু প্রক্রিয়া রয়েছে। সেগুলো পার হলেই তিনি গেরুয়া শিবিরের হয়ে ময়দানে নামবেন।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details