কলকাতা, 25 অক্টোবর : মাস চারেক আগে কৈলাস বিজয়বর্গীয়কে (Kailash Vijayvargiya) 'বোকা বিড়াল' বলে সম্বোধন করেছিলেন ৷ আর সোমবার অন্যের টুইট তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী তথা বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয়কে কুকুরের সঙ্গে তুলনা করলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)৷
রাজনৈতিক মহলে ঠোঁটকাটা বলে পরিচিত এই বিজেপি নেতা ৷ বরাবরই বির্তকিত মন্তব্যের জন্যে খবরের শিরোনামে থাকেন তিনি ৷ গত জুনে মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর থেকেই বঙ্গ বিজেপিতে নানা নেতার মুখে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছিল ৷ মুকুলের পাশাপাশি নিশানা হয়েছিলেন বাংলার নির্বাচনে গেরুয়া ধ্বজা তুলে ধরার দায়িত্বে থাকা অন্যতম সেনানী কৈলাস বিজয়বর্গীয় ৷ ঘরে-বাইরে নানা কর্মী সমর্থকের কটাক্ষের মুখে পড়তে হচ্ছে তাঁকে ৷ সেবার অন্যের টুইট তুলে ধরে সোশ্যাল মিডিয়া কৈলাস বিজয়বর্গীয়কে 'বোকা বিড়াল' বলে সম্বোধন করেছেন তথাগত ৷ আর এদিনও অন্যের টুইট তুলে ধরে বিজয়বর্গীয়কে কুকুরের সঙ্গে তুলনা করলেন তিনি ৷
যত না বিরোধীদের সমালোচনা করেন তার থেকে বেশি দলের নেতা-কর্মীদের সমালোচনা করতে দেখা গিয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগতকে ৷ ফরে তাঁর বেলাগাম আক্রমণের মুখে পড়লেন দলের কেন্দ্রীয় নেতা তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয়। এদিন সন্ধ্যায় টুইটারে পাগ কুকুরের মুখের পাশে কৈলাসের মুখের ছবি দিয়ে প্রথমে টুইট ও পরে ফেসবুকে পোস্ট করেন তিনি। তাঁর এই পোস্ট ফের বিতর্কের জন্ম দেয় ৷ তথাগত রায়ের পোস্টের ওপরে লেখা 'ভোডাফোন আবার পশ্চিমবঙ্গে' ৷ এক দশক আগে পাগ প্রজাতির এই কুকুরকে বিজ্ঞাপনে ব্যবহার করত টেলিকম সংস্থা ভোডাফোন।
আরও পড়ুন : 'বোকা বিড়াল' কৈলাসকেও নিয়ে যাক তৃণমূল, কটাক্ষ তথাগতর
এ ব্যাপারে অবশ্য ফোনে কিছু বলতে চাননি তিনি ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে ফোনে তথাগতবাবু বলেন, "আমার যা বলার টুইটারে লিখেছি ৷ আর আমি কিছু বলব না ৷" এ প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ইটিভি ভারতকে বলেন, "দল এ ধরনের মন্তব্য সমর্থন করে না ৷ তবে এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না ৷ যা বলার কেন্দ্রীয় নেতৃত্ব বলবে ৷"