কলকাতা, 13 জুন : মুকুল রায়ের (Mukul Roy) তৃণমূলে প্রত্যাবর্তনের পর থেকেই বঙ্গ বিজেপিতে নানা নেতার মুখে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে ৷ মুকুলের পাশাপাশি নিশানা করা হচ্ছে বাংলার নির্বাচনে গেরুয়া ধ্বজা তুলে ধরার দায়িত্বে থাকা অন্যতম সেনানী কৈলাস বিজয়বর্গীয়কেও (Kailash Vijayvargiya) ৷ ঘরে-বাইরে নানা কর্মী সমর্থকের কটাক্ষের মুখে পড়তে হচ্ছে তাঁকে ৷ এ বার তীব্র ভাষায় তাঁর বিরুদ্ধে তোপ দাগলেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)৷ কৈলাস বিজয়বর্গীয়কে 'বোকা বিড়াল' বলে সম্বোধন করেছেন তিনি ৷
বাংলায় লেখা একটি টুইটে কৈলাসের বিরুদ্ধে এমনই তির্যক মন্তব্য করেছিলেন বিজেপির এক কর্মী সমর্থক ৷ মুকুল ও কৈলাসের একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখা হয়েছিল, "মমতা পিসি এই ভোদো বিড়ালটাকে তৃণমূলে নিয়ে নাও, মালটা বন্ধুকে না পেয়ে হতাশ হতে পারে ৷ সারাদিন মুকুলের সাথে ফিস/ফিস গুজ/গুজ করতো ৷"
সেই টুইটকেই রিটুইট করেছেন তথাগত রায় ৷ তিনিও যে সেই মন্তব্যের সঙ্গে একমত, তা বুঝিয়ে দেন এই বিজেপি নেতা ৷ পোস্টটি রিটুইট করে তিনি লেখেন, "একজন উৎসর্গীকৃত বিজেপি সমর্থকের টুইটের বিশ্বস্ত ইংরেজি অনুবাদ ৷ আমি এতে কিছু যোগও করছি না, কিছু বাদও দিচ্ছি না ৷ আন্টি (পিসি), দয়া করে এই বোকা বিড়ালটাকেও তৃণমূলে নিয়ে নিন ৷ বন্ধুকে না পেয়ে তিনি নিশ্চয়ই হতাশ ৷ তাঁরা সারাদিন একসঙ্গে ফিসফিস করে যেতেন ৷"
আরও পড়ুন:মুকুলকে ট্রয়ের ঘোড়ার সঙ্গে তুলনা তথাগতর
এর আগে, মুকুল রায়ের ঘর ওয়াপসির প্রেক্ষাপটে ট্রয়ের সেই ঘোড়ার কথা মনে করিয়ে দিয়েছিলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ৷ টুইট বাণে তথাগত মুকুলকে ট্রয়ের ঘোড়ার সঙ্গে তুলনা করেন ৷ যাঁকে বিজেপি সম্মান দিয়েছে, পদ দিয়েছে ৷ অথচ আজ তিনি দল ছেড়ে আবার পুরনো ঠিকানায় পাড়ি দিয়েছেন ৷ এই প্রসঙ্গে একের পর এক টুইট করেন তথাগত ৷ তাঁর বক্তব্য, মুকুলকে দলে টেনে 'খাল কেটে কুমির ডেকেছিল' বিজেপি ৷