কলকাতা, 12 সেপ্টেম্বর: রাজ্যে টাটারা 600 কোটি টাকার (Mamata on Tata Group Investment) বিনিয়োগ করেছে । নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নিয়োগপত্র প্রদানের মঞ্চ থেকে মমতা বলেন, টাটারা জলপাইগুড়ির রানিনগরে ইউনিট করছে । 600 কোটি টাকা বিনিয়োগ করছে তারা ।
সিঙ্গুর আন্দোলন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা বড় মাইলফলক । রাজনৈতিক বিশ্লেষকেরা বলেন, এই সিঙ্গুর এবং নন্দীগ্রামের জমি আন্দোলনের কারণেই 2011-য় পালাবদল সম্ভব হয়েছিল । অন্যদিকে, এই সিঙ্গুর আন্দোলনের কারণে টাটারা ন্যানো কারখানা না করে রাজ্য ছেড়েছিল ৷ রাজ্যের ভারী শিল্পের জন্য এই ঘটনা একটা বড় পশ্চাদপসরণ ছিল, এমনটাও বলে রাজনৈতিক মহলের একাংশ । ন্যানো বিদায়ের জন্য সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে দায় চাপিয়েছিলেন তাঁর বিরোধী রাজনৈতিক দলের নেতারা । বিশেষ করে শিল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেক মুহূর্তে বিরোধীদের খোঁচা শুনতে হত ।
কিন্তু এই দশ বছরের বেশি সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে অনেক কিছুর বদল ঘটেছে । এর মধ্যে তাৎপর্যপূর্ণ ঘটনা হল টাটার সঙ্গে রাজ্য সরকারের সম্পর্কের উন্নতি । সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উৎকর্ষ বাংলা প্রকল্পে কর্মপ্রার্থীদের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী । এ দিন এই মঞ্চ থেকে রানিনগরে কোকোকোলার ফ্যাক্টরি উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, টাটারা জলপাইগুড়ির রানিনগরে ইউনিট করছে । 600 কোটি টাকা বিনিয়োগ করছে । ব্যাস এটুকুই ৷ তবে এর মধ্যেও সুখবর শুনতে পেল রাজ্যের মানুষ । যে টাটারা ন্যানো কারখানা এ রাজ্য থেকে গুজরাতে সরিয়ে নিয়ে যাওয়ার পর মনে করা হচ্ছিল, রাজ্যের ভারী শিল্প মানচিত্রে একটা বড় ধাক্কা লেগেছে, তারাই এ বার ইউনিট গড়ছে, এই খবরে নতুন আশা খুঁজে পাচ্ছে রাজ্যের মানুষ ।