কলকাতা, 15 জুলাই : কাঁথি পৌরসভার ত্রিপল চুরির মামলায় শুভেন্দু ঘনিষ্ঠ চঞ্চল নন্দীকে এখনই গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা ।
Tarpaulins theft case : হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তি শুভেন্দু ঘনিষ্ঠ চঞ্চল নন্দীর
এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন চঞ্চল নন্দী । মূলত তাঁর বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে তা জানতে চান তিনি।
সম্প্রতি কাঁথি পুরো ভবন থেকে ত্রিপল চুরির ঘটনায় নাম জড়ায় শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর । সেই এফআইআর খারিজের দাবিতে শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন অধিকারী আগেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন ৷ হাইকোর্টে সেই মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে । ইতিমধ্যে ওই ঘটনায় নাম জড়িয়েছে শুভেন্দু ঘনিষ্ঠ চঞ্চল নন্দীর ৷ তিনি কাঁথি পুরসভার সরকারি কর্মচারী ৷ তাঁর বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে । এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন চঞ্চল নন্দী । মূলত তাঁর বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে তা জানতে চেয়েছেন তিনি।
এই সংক্রান্ত খবর : ত্রিপল চুরি মামলায় শুভেন্দুর বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট
চঞ্চল নন্দীর বক্তব্য, তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হওয়ায় তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে তা জানানো হোক তাঁকে । সেই আবেদনের ভিত্তিতে বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন, চঞ্চল নন্দীকে আপাতত গ্রেপ্তার করা যাবে না । রাজ্যকে আদালতে জানাতে হবে চঞ্চল নন্দীর বিরুদ্ধে কতগুলো অভিযোগ রয়েছে । 5 সপ্তাহ পরে ফের শুনানি এই মামলার ।
কাঁথি পুরসভার ডরমেটরি বিল্ডিং থেকে দিন দুপুরে ত্রিপল সরানো হয়েছে বলে অভিযোগ ওঠে রাজ্যের বিরোধী নেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে । যদিও এই অভিযোগ একেবারেই মিথ্যা অভিযোগ বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী । বিজেপিতে যোগ দেওয়ায় শাসকদল তাঁকে যেনতেন প্রকারে ফাঁসানোর চেষ্টা করছে বলে ইতিমধ্যেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন ।