পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

‘বাংলার মানুষ রাজনৈতিক ভাবে বিজেপিকে যমের দুয়ারে পাঠিয়ে দেবে’ - Duare Sarkar

রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচির সমালোচনা করেছে বিজেপি৷ এই কর্মসূচিকে ‘যমের দুয়ারে সরকার’ বলে কটাক্ষ করছেন দিলীপ ঘোষরা৷ সেই নিয়েই এদিন বিজেপির পাল্টা সমালোচনা করেছেন তাপস রায়৷ তাঁর দাবি, বাংলার মানুষ রাজনৈতিক ভাবে বিজেপিকে যমের দুয়ারে পাঠিয়ে দেবে৷

Tapas Roy Slams BJP on duare sarkar issue
‘বাংলার মানুষ রাজনৈতিক ভাবে বিজেপিকে যমের দুয়ারে পাঠিয়ে দেবে’

By

Published : Jan 16, 2021, 3:30 PM IST

কলকাতা, 16 জানুয়ারি : রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে বিজেপির সমালোচনার জবাব দিলেন তাপস রায়৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পরিষদীয় মন্ত্রী তাপস রায়ের দাবি, বাংলার মানুষ রাজনৈতিক ভাবে বিজেপিকে যমের দুয়ারে পাঠিয়ে দেবে৷

রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচির সমালোচনা করেছে বিজেপি৷ এই কর্মসূচিকে ‘যমের দুয়ারে সরকার’ বলে কটাক্ষ করছেন দিলীপ ঘোষরা৷ সেই নিয়েই এদিন বিজেপির পাল্টা সমালোচনা করেছেন তাপস রায়৷ তাঁর কথায়, ‘‘মানুষের দুয়ারকে যমের দুয়ার বলবেন না৷ ভাববেন না৷ তার কারণ, আপনাদের এই কথাগুলি শুনে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে নির্বাচনে রাজনৈতিক ভাবে আপনাদের যমের দুয়ারে পাঠিয়ে দেবে৷’’

কয়েকমাস আগে তৃণমূল কংগ্রেস দৈনন্দিন সাংবাদিক বৈঠক শুরু করার কর্মসূচি নেয়৷ সেই মতো প্রায় রোজই দলের কোনও না কোনও নেতা তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন৷ এদিন ছিলেন তাপস রায়৷ তিনি এই রোজ সাংবাদিক বৈঠকের কর্মসূচির প্রশংসা করেছেন৷ তাঁর দাবি, অন্য কোনও দল এভাবে রোজ সাংবাদিকদের মুখোমুখি হয় না৷

সেখানেই তিনি দুয়ারে সরকার নিয়ে বিজেপির সমালোচনা করেন৷ পাশাপাশি নাম না করে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের৷ টেনে আনেন দিলীপ ঘোষের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসাথী কার্ড নেওয়ার প্রসঙ্গও৷ তাঁর প্রশ্ন, দিলীপ ঘোষের পরিবারের সদস্যরা কেন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা নেননি?

আরও পড়ুন :বক্সির ফোনে ক্ষোভের বরফ গলল গৌতম দেবের

এছাড়া একাধিক ইশু নিয়ে তিনি বিজেপির সমালোচনা করেন৷ আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি জিততে পারবে না বলেও দাবি করেন৷ তাপস রায়ের বক্তব্য, বাংলার মানুষ বিজেপির ঔদ্ধত্যকে মেনে নেবে না৷ মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাটট্রিক করবেন৷

ABOUT THE AUTHOR

...view details