কলকাতা, 16 জানুয়ারি : রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে বিজেপির সমালোচনার জবাব দিলেন তাপস রায়৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পরিষদীয় মন্ত্রী তাপস রায়ের দাবি, বাংলার মানুষ রাজনৈতিক ভাবে বিজেপিকে যমের দুয়ারে পাঠিয়ে দেবে৷
রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচির সমালোচনা করেছে বিজেপি৷ এই কর্মসূচিকে ‘যমের দুয়ারে সরকার’ বলে কটাক্ষ করছেন দিলীপ ঘোষরা৷ সেই নিয়েই এদিন বিজেপির পাল্টা সমালোচনা করেছেন তাপস রায়৷ তাঁর কথায়, ‘‘মানুষের দুয়ারকে যমের দুয়ার বলবেন না৷ ভাববেন না৷ তার কারণ, আপনাদের এই কথাগুলি শুনে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে নির্বাচনে রাজনৈতিক ভাবে আপনাদের যমের দুয়ারে পাঠিয়ে দেবে৷’’
কয়েকমাস আগে তৃণমূল কংগ্রেস দৈনন্দিন সাংবাদিক বৈঠক শুরু করার কর্মসূচি নেয়৷ সেই মতো প্রায় রোজই দলের কোনও না কোনও নেতা তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন৷ এদিন ছিলেন তাপস রায়৷ তিনি এই রোজ সাংবাদিক বৈঠকের কর্মসূচির প্রশংসা করেছেন৷ তাঁর দাবি, অন্য কোনও দল এভাবে রোজ সাংবাদিকদের মুখোমুখি হয় না৷