পশ্চিমবঙ্গ

west bengal

চলতি মাসের বিল পরিশোধের সময় দেওয়া হবে : বিদ্যুৎমন্ত্রী

By

Published : Jul 20, 2020, 5:05 PM IST

Updated : Jul 20, 2020, 5:33 PM IST

চলতি মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করতে সময় দেওয়া হবে । বিগত দুই মাসের বিল নিয়ে পরে সিদ্ধান্ত নেবে CESC ৷ জানালেন শোভনদেব চট্টোপাধ্যায় ৷

cesc meeting with power minister
বিদ্যুৎমন্ত্রী

কলকাতা, 20 জুলাই : আগেই বেড়ে চলা বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রশমনে উদ্যোগী হয়েছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । আজ বিদ্যুৎভবনে CESC কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি । বৈঠক শেষে শোভনদেব চট্টোপাধ্যায় দাবি করেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে । যদিও CESC-র তরফে এই নিয়ে এখনও কিছু জানানো হয়নি ৷

গ্রাহককে কি কেবলমাত্র চলতি মাসের ইলেকট্রিক বিল পরিশোধ করলেই হবে ? অনাদায়ী গত দুই মাসের বিদ্যুতের বিল নিয়ে কী সিদ্ধান্ত ? আজ এইসব বিষয়ে কলকাতার বিদ্যুৎ বণ্টন সংস্থার সঙ্গে আলোচনা করেন শোভনদেব চট্টোপাধ্যায় ।

CESC-র বৈঠকের পর বিদ্যুৎমন্ত্রীর বক্তব্য...

বৈঠক শেষে বিদ্যুৎমন্ত্রী জানান, "চলতি মাসের বিদ্যুতের বিল পরিশোধ করার সময় দেওয়া হবে । কোনও অবস্থাতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে না । বিগত দুই মাসের বিল নিয়ে পরে সিদ্ধান্ত নেবে CESC । গ্রাহকরা নির্দিষ্ট ছাড়ও পাবেন । অন্যদিকে, চলতি মাসের বিল জমা দেওয়ার সময় পেরিয়ে গেলেও কোনরকম জরিমানা করা হবে না । " মন্ত্রী আরও বলেন, "সবমিলিয়ে আজকের বৈঠক ফলপ্রসূ হয়েছে ।"

Last Updated : Jul 20, 2020, 5:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details