পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কাল বন্ধ হচ্ছে না টালা ব্রিজ, বৈঠক করল রাজ্য ও রেল - Kolkata Traffic Police

টালা ব্রিজ বন্ধের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি ৷ কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, এখনও এই সংক্রান্ত কোনও নির্দেশিকা পাঠানো হয়নি ৷

Tala Bridge update
ফাইল ছবি

By

Published : Jan 2, 2020, 7:50 PM IST

Updated : Jan 2, 2020, 9:26 PM IST

কলকাতা, 2 জানুয়ারি : আজ কলকাতায় পূর্ব রেলের সদর দপ্তরে টালা ব্রিজ নিয়ে বৈঠক হয় । পূর্ব রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা । এছাড়া ছিলেন পূর্ত দপ্তরের সচিব নবীন প্রকাশ ও RITES-এর বিশেষজ্ঞরা ৷ তবে টালা ব্রিজ কাল থেকেই বন্ধ হচ্ছে কি না, তা নিয়ে এখনও কলকাতা ট্রাফিক পুলিশকে কোনও নির্দেশিকা পাঠানো হয়নি বলে জানান যুগ্ম কমিশনার (ট্রাফিক) সন্তোষ পান্ডে ৷

আগে জানানো হয়েছিল, 3 জানুয়ারি থেকে টালা ব্রিজে বন্ধ হবে যান চলাচল । রবিবার অর্থাৎ 4 জানুয়ারি থেকে শুরু হবে সেতু ভাঙার কাজ । তার আগে আজ পূর্ব রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব । তবে আগামীকাল থেকে সেতু বন্ধ হবে কি না, তা নিয়ে এখনও কোনও নির্দেশিকা জারি হয়নি ।

আজকের বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় । তার মধ্যে অন্যতম হল যৌথ টাস্ক ফোর্স গঠন । সেতু তৈরির বিষয়টি দেখভাল করবে টাস্ক ফোর্স । টালা ব্রিজ বন্ধ হলে সেখানে যান জট এড়াতে লেভেল ক্রসিং তৈরির জন্য রেলের কাছে আবেদন করেছে রাজ্য । এজন্য খরচ হবে 14 কোটি টাকা । তবে লেভেল ক্রসিং তৈরির জন্য রাজ্যকে পুরো টাকা দিতে বলেছে রেল । রেলের সেই শর্তে রাজি হয়েছে রাজ্য । লেভেল ক্রসিং-এর পাশাপাশি টালা ব্রিজের দুই পাশ দিয়ে বিকল্প রাস্তাও তৈরির পরিকল্পনা রয়েছে । কারণ রাজ্যের তরফে জানানো হয়েছে, ওই লেভেল ক্রসিং 45 সেকেণ্ড বন্ধ থাকলে প্রায় দেড় কিমি জুড়ে যানজট হবে ৷

উল্লেখ্য, ইতিমধ্যে টালা ব্রিজ মেরামতির জেরে উত্তর কলকাতা ও উত্তর শহরতলির কিছু রাস্তায় বাসের রুট বদল হয়েছে ‌। 41 টি বাস নতুন রুটে যাতায়াত করবে ।

Last Updated : Jan 2, 2020, 9:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details