কলকাতা, 10 অগস্ট: প্রায় আড়াই বছর ধরে চলা যান যন্ত্রণার অবসান হতে চলেছে এ বার । আসন্ন দুর্গা পূজার আগেই সেপ্টেম্বরের শেষ নাগাদ জনসাধারণের জন্য খুলে যাবে উত্তরের লাইফ লাইন টালা সেতু (Tala Bridge to open before Durga Puja) । নতুন এই ব্রিজ 4 লেন নয়, বরং হচ্ছে 6 লেন বিশিষ্ট । এখনও বেশ কিছু কাজ বাকি আছে । তবে মলয় ঘটকের হাত থেকে পূর্ত দফতর পুলক রায় পাওয়ার পরই বড় ঘোষণা করেন তিনি ।
পূর্তমন্ত্রী জানিয়েছিলেন, পুজোর আগেই খুলবে নতুন টালা সেতু । এর পরেই বাকি কাজের তোড়জোড় শুরু হয়েছে । স্থানীয় বরো-1 এর চেয়ারম্যান তরুণ সাহা বলেন, "টালা ব্রিজ আমাদের লাইফ লাইন । সেটা ভেঙে পড়ায় সমস্যা হচ্ছে । বিটি রোডের দুর্দশা শেষ হবে আগামী এক মাসে । 10 নম্বর বিটি রোড এলাকায় লোকজন সহায়তা করেছে । তাদের বাড়ি করে দিয়েছি । রাস্তা, নিকাশি সব করা হয়েছে । আগে 4 লেন ছিল এখন 6 লেন হচ্ছে টালা সেতু । পথচারীদের হাঁটার ক্ষেত্রে একটু সমস্যা হবে তবে যেতে পারবেন তারা । তবে সেতুর মাঝ দিয়ে পথচারীরা পার হতে পারবেন না । দ্রুত গতিতে যান চলাচল করবে ।"