পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Market Price in Kolkata বৃষ্টিতে ঊর্ধ্বমুখী সবজি-মাছ-মাংসের দাম, বাজার যাওয়ার আগে একনজরে দেখে নিন দামের খুঁটিনাটি - আজকের বাজারদর

বাজার যাওয়ার আগে জেনে নিন বাজারদরের সমস্ত খুঁটিনাটি (Market Price in Kolkata)

Market Price in Kolkata
বাজারদরের খুঁটিনাটি

By

Published : Aug 20, 2022, 8:35 AM IST

Updated : Aug 20, 2022, 10:34 AM IST

কলকাতা,17 অগস্ট: টানা বৃষ্টির জেরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে কিছুটা পরিবর্তন দেখা গিয়েছে । দাম বাড়ছে সবজি থেকে শুরু করে মাংসের । মাছের দামেও খানিক ওঠা-পড়া হয়েছে (Kolkata Market Price) । তার উপর গতকাল জন্মাষ্টমী থাকায় অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ৷ তাবে আজ কিছুটা স্থিতিশীল ৷ আজ বাজার যাওয়ার আগে দেখে নিন বাজারদর ।

কাঁচা সবজি
জ্যোতি আলু: 30 টাকা প্রতি কিলো
চন্দ্রমুখী আলু: 36-40 টাকা কিলো
আদা: 110 টাকা কিলো
পেঁয়াজ: 25 টাকা কিলো
উচ্ছে: 25 টাকা কিলো
বেগুন: 40 টাকা কিলো
পটল: 50 টাকা কিলো
কুঁদরি: 30 টাকা কিলো
গাঁটি কচু: 30-35 টাকা কিলো
কাঁকরোল: 50 টাকা কিলো
ঝিঙে: 50 টাকা কিলো
ঢ্যাঁড়শ: 50 টাকা কিলো
কুমড়ো: 40 টাকা কিলো
লাউ: 30 টাকা কিলো
টমেটো: 50 টাকা কিলো
পেঁপে: 50 টাকা কিলো
চিচিঙ্গে: 40 টাকা কিলো
শসা: 40 টাকা কিলো
মটরশুঁটি: 150 টাকা কিলো
এঁচোড়: 50 টাকা কিলো
শিম: 30-35 টাকা কিলো
বাঁধাকপি: 40 টাকা কিলো
ফুলকপি: 40 টাকা পিস
বরবটি: 30 টাকা কিলো
ধনেপাতা: 10 টাকা আঁটি
পুঁই শাক: 8 টাকা আঁটি
লাল শাক: 5 টাকা আঁটি
পাটশাক: 5 টাকা আঁটি
কাঁচালঙ্কা: 80-100 টাকা কিলো
পাতিলেবু: 2 টাকা পিস

মাছ
রুই মাছ: প্রতি কিলো 120-180 টাকা (গোটা)
রুই মাছ: প্রতি কিলো 160-200 টাকা (কাটা)
কাতলা মাছ: প্রতি কিলো 200-300 টাকা (গোটা)
কাতলা মাছ: প্রতি কিলো 230-400 টাকা (কাটা)
ভেটকি: প্রতি কিলো 350-450 টাকা
ইলিশ: (550-1000 গ্রাম) 300-900 টাকা কিলো
তেলাপিয়া: প্রতি কিলো 120-150 টাকা
ভোলা: প্রতি কিলো 120-200 টাকা
ট্যাংরা: 200-250 টাকা কিলো
মৌরোলা: 240-280 টাকা কিলো
পাবদা: 350-400 টাকা
পার্শে: 250-300 টাকা
গলদা চিংড়ি: প্রতি কিলো 400-500 টাকা
বাগদা চিংড়ি: প্রতি কিলো 500-600 টাকা

মাংস
মুরগি: প্রতি কিলো 160 টাকা (গোটা)
মুরগি: প্রতি কিলো 220 টাকা (কাটা)
পাঁঠা বা খাসি: প্রতি কিলো 760 টাকা

ডিম
পোল্ট্রি: 11 টাকা জোড়া
দেশি মুরগি: 18 টাকা জোড়া
হাঁস: 16 টাকা জোড়া

Last Updated : Aug 20, 2022, 10:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details