পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Market Price in Kolkata আরও বাড়ল মাংসের দাম, জেনে নিন কী বলছে বাজারদর - take a look at the price of essential commodities in the markets of kolkata

বাজার যাওয়ার আগে জেনে নিন বাজারদরের সমস্ত খুঁটিনাটি (Market Price in Kolkata)

Market Price in Kolkata
আরও বাড়ল মাংসের দাম

By

Published : Aug 17, 2022, 6:39 AM IST

কলকাতা,17 অগস্ট: টানা বৃষ্টির জেরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে কিছুটা পরিবর্তন দেখা গিয়েছে । দাম বাড়ছে সবজি থেকে শুরুর করে মাংসের । মাছের দামেও খানিক ওঠা-পড়া হয়েছে (Kolkata Market Price) । তাছাড়া বিভিন্ন বাজারে জিনিসের দামের মধ্যে কিছুটা ফারাকও ছিল । একনজরে দেখে নিন আজকের বাজারদর ।

কাঁচা সবজি
জ্যোতি আলু: 28 টাকা প্রতি কিলো
চন্দ্রমুখী আলু: 28-30 টাকা কিলো
আদা: 80-100 টাকা কিলো
পেঁয়াজ: 20-25 টাকা কিলো
উচ্ছে: 20 টাকা কিলো
বেগুন: 30 -35 টাকা কিলো
পটল: 50 টাকা কিলো
কুঁদরি: 20 টাকা কিলো
গাঁটি কচু: 30 টাকা কিলো
কাঁকরোল: 40 টাকা কিলো
ঝিঙে: 40 টাকা কিলো
ঢ্যাঁড়শ: 40 টাকা কিলো
কুমড়ো: 30 টাকা কিলো
লাউ: 20 -25 টাকা কিলো
টমেটো: 40 টাকা কিলো
পেঁপে: 40 টাকা কিলো
চিচিঙ্গে: 40 টাকা কিলো
শসা: 40 টাকা কিলো
মটরশুঁটি: 60 -80 টাকা কিলো
এঁচড়: 50 টাকা কিলো
শিম: 30-35 টাকা কিলো
বাঁধাকপি: 30 টাকা কিলো
ফুলকপি: 25 টাকা পিস
বরবটি: 30 টাকা কিলো
ধনেপাতা: 10 টাকা আঁটি
পুঁই শাক: 8 টাকা আঁটি
লাল শাক: 5 টাকা আঁটি
পাটশাক: 5 টাকা আঁটি
কাঁচালঙ্কা: 80-100 টাকা কিলো
পাতিলেবু: 2 টাকা পিস
মাছ
রুই: প্রতি কিলো 120-200 টাকা (গোটা)
রুই: প্রতি কিলো 170-220 টাকা (কাটা)
কাতলা: প্রতি কিলো 230-330 টাকা (গোটা)
কাতলা: প্রতি কিলো 260-420 টাকা (কাটা)
ভেটকি: প্রতি কিলো 400-500 টাকা
ইলিশ: (550-800 গ্রাম) 300-350 টাকা কিলো
তেলাপিয়া: প্রতি কিলো 140-180 টাকা
ভোলা: প্রতি কিলো 180-220 টাকা
ট্যাংরা: 250-300 টাকা কিলো
মৌরোলা: 240-280 টাকা কিলো
পাবদা: 350-400 টাকা
পার্শে: 250-300 টাকা
গলদা চিংড়ি: প্রতি কিলো 400-500 টাকা
বাগদা চিংড়ি: প্রতি কিলো 500-600 টাকা
আরও পড়ুন:নোনাপুকুরে তৈরি হবে হাব, মিলবে 38 রকমের রসগোল্লা
মাংস
মুরগি: প্রতি কিলো 140 টাকা (গোটা)
মুরগি: প্রতি কিলো 200 টাকা (কাটা)
পাঁঠা বা খাসি: প্রতি কিলো 760 টাকা

ডিম
পোল্ট্রি: 11 টাকা জোড়া
দেশি মুরগি: 18 টাকা জোড়া
হাঁস: 16 টাকা জোড়াBody:A Conclusion:

ABOUT THE AUTHOR

...view details