পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Coach Jayanta Pushilal Tested Positive : করোনা আক্রান্ত হয়ে সংকটজনক মৌমা-প্রাপ্তিদের কোচ - Jayanta Pushilal news

করোনা আক্রান্ত হওয়ার পরই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি টেবিল টেনিস কোচ জয়ন্ত পুশিলাল (Coach Jayanta Pushilal Tested Positive) ৷ আপাতত বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছেন তিনি ৷

Jayanta Pushilal
করোনা আক্রান্ত জয়ন্ত পুশিলাল

By

Published : Jan 27, 2022, 7:53 AM IST

কলকাতা, 27 জানুয়ারি : করোনা আক্রান্ত হয়ে প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তর হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বিগ্ন সকলে । কিংবদন্তি এই প্রাক্তন তারকা ফুটবলারের বর্তমান অবস্থা কিছুটা ভাল । চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন তিনি । এরই পাশাপাশি কোভিড পজিটিভ হলেন টেবিল টেনিস কোচ জয়ন্ত পুশিলাল (Table tennis coach Jayanta Pushilal tested Positive for COVID) ৷

জানা গিয়েছে, করোনা আক্রান্ত হয়ে সংকটজনক অবস্থায় রয়েছেন কিংবদন্তি এই টেবিল টেনিস কোচ ৷ বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন মৌমা-প্রাপ্তিদের মাস্টারমশাই । করোনা আক্রান্ত হওয়ার পর তিনি সংকটজনক অবস্থায় চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন টেবিল টেনিস জগৎ ।

অরূপ বসাক, কিশলয় বসাক, মৌমা দাস, প্রাপ্তি সেন-সহ একঝাঁক জাতীয় চ্যাম্পিয়ন টেবিল টেনিস খেলোয়াড়কে তৈরি করেছেন জয়ন্ত পুশিলাল । 58 বছর বয়সী পুশিলালস্যারকে ঘিরে উদ্বেগে রয়েছে টেবিল টেনিস-সহ ক্রীড়ামহল ।

আরও পড়ুন :Surajit Sengupta Is Critical : সঙ্কটজনক সুরজিৎ সেনগুপ্তের চিকিৎসায় এগিয়ে এল রাজ্য সরকার

ABOUT THE AUTHOR

...view details