কলকাতা, 18 এপ্রিল : বেহালার পর ফের কলকাতায় সিন্ডিকেট দৌরাত্ম্য । এবার ঘটনাস্থল লেক গার্ডেন্সে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়ের বাড়ির সামনে (Syndicate Clash in front of TMC MP Saugata Roy House) । ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি । অভিযোগ, ধারালো অস্ত্রের কোপ মারা হয় একে অপরকে । ঘটনায় রক্তাক্ত অবস্থায় দক্ষিণ কলকাতার বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছে 8 জন । ঘটনায় ইতিমধ্যেই চারজনকে আটক করেছে পুলিশ (Kolkata Police Detained Four Accused)। ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গোটা ঘটনার সূত্রপাত । সাংসদ সৌগত রায়ের লেক গার্ডেন্সের বাড়ির ঠিক সামনে একটি বাড়ি রয়েছে । সেই বাড়িটি ভাঙার কাজ চলছিল । এলাকার দুই যুবক যারা নিজেদের শাসকদলের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে ওই এলাকায় বহুদিন ধরেই সিন্ডিকেট চালাচ্ছিল । অভিযোগ, সংশ্লিষ্ট বাড়ি ভাঙার বরাত কার মিস্ত্রিরা পাবে ? এই নিয়ে এলাকার দুই সিন্ডিকেট দলের মধ্যে হাতাহাতি শুরু হয় । আজ সকালে তা চরম আকার ধারণ করে ।