পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভরদুপুরে হাতে মোমবাতি নিয়ে প্রতীকী প্রতিবাদ INTUC সেবাদলের - প্রতিকি প্রতিবাদ INTUC সেবাদলের

INTUC-র পশ্চিমবঙ্গ সেবাদলের প্রেসিডেন্টের প্রশ্ন, যেখানে মানুষ অসহায় হয়ে না খেতে পেয়ে মরে যাচ্ছে, সেখানে মোদিজি প্রদীপ জ্বালানোর কথা বলেন কী করে?

symbolic protest of INTUC
INTUC সেবাদলের

By

Published : Apr 5, 2020, 4:33 PM IST

কলকাতা, 5 এপ্রিল: ভরদুপুরে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রসিংয়ে হাতে মোমবাতি ও টিফিন বাক্স নিয়ে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। নির্দিষ্ট দূরত্বে গোল গণ্ডীর মধ্যে দাঁড়িয়ে আরও কয়েকজন।তাঁদের বুকে সাঁটানো কাগজের পোস্টার। কারো বুকে লেখা রয়েছে "পাশে থাকুন, পাশে নয়।" কারো পোস্টারে লেখা "উই নিড প্রোটেকশন নট সুপারস্টেশন।" রবিবার INTUC রাজ্য সংগঠনের প্রতিনিধিরা এই ভাবেই নীরব প্রতিবাদ জানালেন প্রধানমন্ত্রীর মোমবাতি জ্বালাও কর্মসূচির বিরুদ্ধে।

INTUC-র পশ্চিমবঙ্গ সেবাদলের প্রেসিডেন্ট প্রমোদ পাণ্ডের কথায়, "এখন রাজনীতি করার সময় নয়। তবে কোরোনা নিয়ে এমন কিছু ঘটে চলেছে যার জন্য আজ আমরা রাস্তায় নেবে নীরব প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। "

শহরের পথে প্রতিবাদে INTUC।

প্রমদবাবু মনে করিয়ে দেন, লকডাউনের ফলে বহু মানুষ অর্থ সংকটে পড়েছেন। অনাহারে দিন কাটাচ্ছেন তাঁরা। উলটো দিকে খাবার বিলি করার নামে যা চলছে, তা আসলে ভাইরাস বিলি। তিনি আরও বলেন, "অনেক জায়গাতেই একসঙ্গে বহু মানুষ একত্রিত হয়ে খাবার বিলি করছে। যা কোরোনা সংক্রমণের জন্য আদর্শ।"

INTUC-র পশ্চিমবঙ্গ সেবাদলের প্রেসিডেন্টের কথায়, "এর ওপর প্রধানমন্ত্রী বলেছেন মোমবাতি অথবা প্রদীপ জ্বালাও। যেখানে মানুষ অসহায় হয়ে না খেতে পেয়ে মরে যাচ্ছে সেখানে প্রদীপ জ্বালানোর কথা বলেন কী করে!" প্রমোদ পাণ্ডের মতে, এই সময় সাধারণ মানুষকে নিরাপত্তা না দিয়ে কুসংস্কারের পথে নিয়ে যাওয়া কখনওই সমর্থনযোগ্য নয়। তিনি বলেন, "মোদিজির কাছে আবেদন, প্রোটেকশন দিন সুপারস্টিশন না।"

আর ঠিক সেই কারণেই INTUC-র পশ্চিমবঙ্গ সেবাদল দিনের বেলায় মোমবাতি হাতে এমন অভিনব প্রতিবাদ করলেন। পাশাপাশি হাতে টিফিন বাক্স নিয়ে অসহায় মানুষকে খাবার বিলি করার প্রতীকী পরামর্শও দেন তাঁরা।

ABOUT THE AUTHOR

...view details